আমাদের কথা খুঁজে নিন

   

অমিতাভকে আজও প্রেরণা দেন মা-বাবা

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন বলেছেন, তাঁকে এখনো প্রেরণা দেন তাঁর মা-বাবা। টিএনএনে প্রকাশিত খবরে বলা হয়েছে, অমিতাভ বচ্চনের বাবা একজন কবি ছিলেন। মা ছিলেন শিখ পরিবারের। এলাহাবাদে এসে বিবাহিত জীবন শুরু করাটা তাঁর মায়ের পক্ষে খুবই কঠিন ছিল। কিন্তু তিনি ছিলেন দৃঢ়চেতা।

মা অত্যন্ত সুন্দরী ছিলেন বলেও জানান অভিনেতা অমিতাভ বচ্চন।
গতকাল বৃহস্পতিবার ‘জি২: দ্য গ্লোবাল গুজরাটি ম্যাগাজিন’-এর সম্পাদক অভিনাভ আগারওয়ালকে দেওয়া এক সাক্ষাত্কারে অমিতাভ বচ্চন এসব কথা বলেন।
জীবিত অবস্থায় বাবার সঙ্গে বেশি সময় কাটাতে পারেননি বলে এখনো অনুতাপ করেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, সেই অভাব পুষিয়ে নেন বাবার লেখা বই পড়ে। অমিতাভের বয়স যখন ৬২ বছর, তখন তাঁর বাবা মারা যান।


সাক্ষাত্কারে অভিনেতা অমিতাভ বচ্চন আরও বলেন, ‘একই ছাদের নিচে সবার একসঙ্গে থাকাটা খুবই সুবিধাজনক। আমরা একে অন্যের খোঁজখবর নিই। পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। এতে করে বন্ধন দৃঢ় হয়। ’
একই ছাদের নিচে স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বসবাস করতে পারায় আনন্দ প্রকাশ করেন অমিতাভ বচ্চন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।