আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপাইনের পথে বাংলাদেশী ত্রাণবাহী জাহাজ

ফিলিপাইনে সংঘটিত টাইফুন হাইয়ান এর আঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী নিয়ে রওয়ানা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্রজয়। আগামী ২৯ নভেম্বর ম্যানিলা বন্দরে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের পর প্রথম জাহাজ হিসেবে বাংলাদেশের পক্ষ হতে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে। এরইমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এক কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুর্গত মানুষের জন্য শুকনো খাবার, টিনজাত খাদ্যদ্রব্য, পানীয়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশু খাদ্য, বস্ত্রসামগ্রী ও জরুরি ঔষধ সামগ্রী জাহাজে পাঠানো হচ্ছে।

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মেজর জেনারেল জন গোমেজ (অবঃ) এবং বানৌজা সমুদ্রজয় এর অধিনায়ক কমডোর মোহাম্মদ নাজমুল করিম কিসলু, (সি), পিএসসি, বিএন উক্ত ত্রাণ সামগ্রী ম্যানিলার মেয়র এবং ত্রাণ ব্যবস্থাপনা কমিশনার এর নিকট হস্তান্তর করবেন।সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনীর মাধ্যমে এই ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.