আমাদের কথা খুঁজে নিন

   

৫ জানুয়ারি ভোট

সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ৫ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।
একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার পর জোরদার কর্মসূচি দেয়ার হুমকি রয়েছে বিএনপির।
সোমবার সন্ধ্যায় ভাষণ রেকর্ডের পর সিইসি তার কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের বলেন, “এখনো সমঝোতা হলে ওয়েলকাম। ”
ভাষণে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার জন্য তারা অপেক্ষা করলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আর অপেক্ষা করতে পারছেন না তারা।

 
সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি দেশবাসীকে ভোট দেয়ার আহ্বান জানান কাজী রকিব।
“আপনারা যাতে ঘর থেকে বেরিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে এবং ভোট প্রদান করে নিশ্চিন্তে ঘরে ফিরে আসতে পারেন, সে ব্যপারে যা যা করার দরকার, আমরা তাই করব। ”
নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারের সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হবে বলে সিইসি জানান।  
নির্বাচনী আচরণ বিধি সংশোধন হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা মন্ত্রী, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তফসিল ঘোষণার পর সরকারি সুযোগ-সুবিধা নিয়ে প্রচারে অংশ নিতে পারবেন না।
“আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই, নির্বাচনী আচরণবিধি প্রয়োগে কোনো ছাড় দেয়া হবে না।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।