আমাদের কথা খুঁজে নিন

   

এডুকেশনাল ১৮ + . জিবনের জন্য সেক্স । ছবিতে প্রানির প্রজনন ক্রিয়া . পার্ট -১

বলা হয়ে থাকে জিবনের জন্য সেক্স । পৃথিবীতে বেশিরভাগ প্রানি শুধু মাত্র বংশ বিস্তার এর জন্ন্য প্রজনন ক্রিয়া তে অংশ গ্রহন করে । বিজ্ঞানীরা এখনও বিষয়টিকে অপ্রমানিত হিসাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যা জানা গেছে তাতে মানুষ, শূকর , ডলফিন ,বেবুন এবং আরও ২/১ টি প্রানি ছাড়া আর কোন প্রানি ই শুধু মাত্র কামনাতৃপ্তি নিমিষে তার সঙ্গির সাথে মিলিত হয় না। প্রথমে আসি মাছের কথায় – আমরা মেটিং বা প্রজনন ক্রিয়া বলতেই যা চিন্তা করি সেই অর্থে মাছের তেমন কিছু নাই ।

মাছের প্রজনন ক্রিয়া প্রজাতি ভেদে কয়েক প্রকার হয়। এক প্রজাতির ক্ষেত্রে স্ত্রী মাছ ডিম গুল একসাথে গুচ্ছ করে বা থোপা করে কোন এক জায়গায় জমা করে পুরুষ মাছ টি তার উপর স্পার্ম এর মেঘ বা জেলি দিয়ে ঢেকে দেয় যার ফল স্বরূপ ডিম গুল নিষিক্ত বা উর্বর হয়ে ওঠে। এর পর কোন মাছ এটাকে আবার পেটে ঢুকিয়ে নেয় কোন মাছ এটাকে মুখের ভিতর রাখে । কোন মাছ এটাকে বাইরেই বাচ্চা হবার জন্ন্য রেখে দেয় । যা হোক এই ডিমের থোপা কে বলে ক্লাস্টার, নিচে ফটো ।

আরেক প্রজাতি আছে যাদের পেট থেকে বাচ্চা বের হয়- অর্থাৎ ডিম পেটেই নিষিক্ত হয় এবং পেটের ভিতর বাচ্চা ফুটে বাইরে বের হয় । এই প্রজাতির পুরুষ মাছ তার এনাল ফিন (gonopodium ) বা বলা যায় যে কাটাযুক্ত পাখনাটি পায়ুর উপর অবস্থিত তা ব্যাবহার করে স্ত্রী মাছ এর শরীরে স্পার্ম ঢুকিয়ে দেয় । যখন প্রজনন ক্রিয়ার সময় হয় এই এনাল ফিন খাড়া হয়ে ওঠে। এবং আক্ষরিক অর্থে পুরুষ মাছটি স্ত্রী মাছটির গায়ে শুধু মাত্র ধাক্কা খেয়ে এনাল ফিন স্ত্রী মাছটির গায়ে ঢুকিয়ে স্ত্রী মাছ এর শরীরে স্পার্ম ঢুকিয়ে দেয়। এই প্রক্রিয়া খুবি দ্রুততার সহিত অসংখবার সংঘটিত হয়।

বাইরে থেকে একটি মাছের গায়ে একটি মাছ সাধারন ভাবে ধাক্কা খেতে দেখা যায় । প্রজনন ক্রিয়া কখন সংঘটিত হয় তা বোঝা যায় না। নিচে রেয়ার মুহুত্তের ছবি । দ্বিতীয় পর্যায় আসব আমাদের আশেপাশের বেশ কিছু প্রানি যাদের প্রজনন ক্রিয়া মাছের মত জটিল না। শুধু মাত্র বংশ বিস্তার এর জন্য ।

যেমনঃ ১.কুমির ২. বাঘ ৩. মহিষ ৪.উট ৫.বিড়াল ৬. চিতাবাঘ ৭. গরু ৮.হরিন ৯. কুকুর ১০.হাতি ১১. জিরাফ ১২. ছাগল ১৩. হায়েনা ১৪. ঘোড়া ১৫. বুনো ছাগল ১৬. সিংহ ১৭. কৃষ্ণসার মৃগ ১৮. ইদুর ১৯. গণ্ডার ২০. ভেড়া ২১. ছোট বাঘ ২৩. সাদা বাঘ ২৪. নেকড়ে ২৫. জেব্রা ২৬. গুল বাঘ আরও অনেক প্রানি । ছবিতে । বাকী আরও চার পয্যায় নিয়ে আসবো নেক্সট পার্টে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।