আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লিকে মেট্রোরেল সহ সব সুবিধা, আম্রিকাকে টিকফা সই দিয়েও ক্ষমতায় থাকতে চায় আওয়ামীলীগ!!!



পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে ওয়াশিংটনে এই চুক্তিতে সই করে দুই পক্ষ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়ে এই চুক্তিতে সই করেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ ও ডেপুটি ইউএসটিআর ওয়েন্ডি কাটলার। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আকরামুল কাদের, ইউএসটিআর রাষ্ট্রদূত মাইকেল ফ্রোম্যান ও যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়ালসহ দুদেশের শীর্ষ সরকারি কর্মকর্তারা। ফ্রোম্যান তার উদ্বোধনী বক্তব্যে বলেন, টিকফার ফলে জিএসপি কর্মপরিকল্পনার মতো বাণিজ্য ও শ্রম বিষয়ে দুদেশের মধ্যে নিয়মিত আলোচনার সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশে শ্রম পরিবেশ ও শ্রমিকদের অধিকার নিয়ে এক সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলো। গত ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্টের’ খসড়ায় এই অনুমাদন দেয়া হয়। -- বাহ, বেশ বেশতো!! দেশ জনতা গণতন্ত্র সংবিধঅন সব বাতকি বাত। কথার কথা। বাজারে বেচার পণ্য!!! নইলে দেশৈর স্বার্থ বিরোধী চুক্তি করে কিভাবে??????? স্রেফ ক্ষমতায় টিকে থাকার জন্য!!!!! হে জনতা! এখনো চেনোনি মুখোশের আড়ালে ওরা কারা????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।