আমাদের কথা খুঁজে নিন

   

স্প্যামারের বিরুদ্ধে ফেইসবুকের ব্যবস্থা

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিস্টোফার পিটার টারকুইনি নামের ওই স্প্যামারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে অভিযোগ নথিভুক্ত করেছে ওই সোশাল নেটওয়ার্ক জায়ান্ট।
ফেইসবুক ব্যবহারকারী যারা ওই ভুয়া পোস্টের লিংকটিতে ক্লিক করতেন, তারা স্বয়ংক্রিয়ভাবে টারকুইনির ওয়েবসাইটে প্রবেশ করতেন। এভাবে টারকুইনির সাইটের হিট বৃদ্ধি পেত। এ ছাড়াও লিংকটিতে ক্লিক করলেই পোস্টটি ক্লিককারির ফেইসবুক বন্ধুদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হয়ে যেত।
অভিযোগে ফেইসবুক নিউ জার্সিতে বসবাসকারী টারকুইনিকে অপরাধপ্রবণ স্প্যামার হিসেবে উল্লেখিত করে জানিয়েছে, তিনি গত পাঁচ বছর ধরে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর মেসেজ তৈরি করে বিভিন্ন ছবি এবং লিংক ফেইসবুক সাইটের পেইজে পোস্ট করতেন।
টারকুইনির এ প্রতারণামূলক প্রোগ্রামের লিংকটি একটি পপ-আপ মেসেজের মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশের অনুমতি নিত এবং পরবর্তীতে একটি অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীর ফেইসবুক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিত।
স্প্যামার টারকুইনির স্বীকারোক্তি তাদের কাছে আছে বলেও জানিয়েছে ফেইসবুক। তবে তিনি এখনও ফেইসবুকের অভিযোগের বিরুদ্ধে কোনো আইনি সাহায্য নেননি বলে জানিয়েছে বিবিসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।