আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদ

গত শনিবার লা লিগায় আলমেরিয়ার মাঠে এক গোল করে দলের ৫-০ গোলের জয়ে অবদান রাখলেও দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠ থেকে বেরিয়ে আসেন রোনালদো। স্ক্যান করার পর জানা গেছে, পর্তুগিজ তারকার পায়ের পেশিতে টান পড়েছে। চোটটা অবশ্য তেমন গুরুতর নয়। তবে দলের সবচেয়ে বড় ‘সম্পদ’কে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় রিয়াল। বুধবার তো খেলবেনই না, এমনকি আগামী শনিবার লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষেও রোনালদোকে বিশ্রাম দিতে পারে স্পেনের সফলতম ক্লাবটি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়ে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বলেন, “ক্রিস্টিয়ানো আগামীকাল (বুধবার) খেলতে পারবে না। তার সমস্যাটা অবশ্য খুবই সামান্য। আমার মনে হয় কাল থেকেই সে নিজের উদ্যোগে মাঠে ফেরার কাজ শুরু করে দিতে পারবে। আর আমরাও দেখবো আগামী শনিবার তাকে খেলানো যায় কিনা। ” “পেশিতে টান পড়লেও সে শনিবার খেলার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী।

চোট গুরুতর হওয়ার আশঙ্কা থাকলে (শনিবার) আমরা তাকে খেলাবো না। তবে সে ভালো থাকলে অবশ্যই খেলবে। ” সর্বশেষ ৭ ম্যাচে দেশ ও ক্লাবের হয়ে ১৪ গোল করা রোনালদো না খেললেও অবশ্য রিয়ালের দুশ্চিন্তার কারণ নেই। ঘরের মাঠে গালাতাসারাইয়ের সঙ্গে ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। গত সেপ্টেম্বরে ইস্তাম্বুলে এই গালাতাসারাইকেই ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল।

যদিও সেদিন হ্যাটট্রিক করা রোনালদো বুধবার সান্তিয়াগো বার্নাবাউয়ে শুধুই দর্শক। ‘বি’ গ্রুপে প্রত্যেক দলের চারটি করে ম্যাচ শেষে রিয়ালের ১০ পয়েন্ট। গালাতাসারাই ও ডেনমার্কের কোপেনহেগেনের সংগ্রহ ৪ পয়েন্ট করে। ৩ পয়েন্ট নিয়ে সবচেয়ে নিচে থাকা জুভেন্টাসের সামনে গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা। ইতালিয়ান চ্যাম্পিয়নরা বুধবার স্বাগত জানাবে কোপেনহেগেনকে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.