আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে দেড় ডজন গাড়ি ভাঙচুর, পুলিশের গুলি, আহত ১০

১৮ দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ঝিনাইদহের বিষয়খালীতে ১৫টি টেম্পু ও দুইটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। মহেশপুরের খালিশপুরে জামায়াত শিবিরের সাথে সংঘর্ষে তিন আওয়ামী লীগ নেতাসহ অন্তত ১০জন আহত হয়েছেন। এ সময় আওয়ামীলীগ নেতা খালেকুজ্জামান চৌধুরীর মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে জামায়াত-শিবিরকে লক্ষ্য করে পুলিশ ২৫ রাউন্ড গুলি বর্ষন করে। এছাড়া শৈলকুপার শেখপাড়া বাজারে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে শিবির নেতা-কর্মীরা।

আহতদের মধ্যে মহেশপুর উপজেলার কৃষকলীগের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী ও যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল বিসুর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বুধবার সকাল থেকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শেখপাড়া, দারিয়াপুর বাজার, হুদার মোড় এবং কোটচাঁদপুর উপজেলা শহরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টার থেকে শুরু করে বলুহর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তায় রাস্তায় গাছ ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এছাড়া কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের লাউতলা, ঘিঘাটি, ঝিনাইদহ-যশোর সড়কের মোবারকগঞ্জ সুগার মিল গেট ও খয়েরতলা এলাকা গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপিসহ ১৮দলীয় নেতাকর্মীরা। ভোর থেকে কর্মীরা এসব সড়কে অবস্থান নেয়।   পুলিশ টহল থাকলেও মহশেপুরসহ ছয় উপজেলাতেই মারমুখী ভূমিকায় দেখা গেছে অবরোধকারীদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।