আমাদের কথা খুঁজে নিন

   

পালিয়ে বিয়ে করলেন রাহাত ফতেহ আলী

কাওয়ালী, উর্দু গজলের সম্রাট নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী এক সম্ভাবনার দীপ জ্বেলেছিলেন। চাচার মতোই রাহাত খানের আধুনিক গানগুলোতেও কাওয়ালী ভাব পাওয়া যায় আর এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয় এক অসাধারণ সুর। ১৯৭৪ সালে পাকিস্তানে জন্মগ্রহন করা এই প্রতিভা চাচার নিবিড় পর্যবেক্ষণে গান শিখতে শুরু করেন। ১০ বছর বয়সে চাচার সঙ্গে ইংল্যান্ডের এক প্রোগ্রামে অংশগ্রহণ করেন। আর ১৯৯৭ সালে চাচা নুসরাত ফতেহ আলী খান মারা যাওয়ার পর তিনি দলের হাল ধরেন ।

২০০৪ সালে বলিউডের পাপ সিনেমার 'লগে তুমসে মন লাগে' গানের মধ্য দিয়ে অভিষেক হবার পর তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে যায়। বলিউডে পাকাপোক্ত হয় তার আসন। কিন্তু এরপর  ভিসা সমস্যার কারণে তাকে ভারতে বেশ বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।   এ ইতিহাস অবশ্য সবারই জানা। তার স্ত্রী নিদার কথাও জানেন কম-বেশি সকলেই।

তার গানের মডেল ফালাককেও অনেকেই চেনেন। কিন্তু যে কথাটি অনেকেই জানেন না তা হলো নিদাকে তালাক দিয়েছেন রাহাত ফতেহ আলী। আর পালিয়ে বিয়ে করেছেন ফালাককে।

ব্যাপারটা গোপন রাখতেও চেয়েও পারেননি। তারই এক বেতার উপস্থাপক বন্ধু ফাস করে দিয়েছেন এই বিয়ের কথা।

একটি ওয়েব সাইটে তিনি এ কথা প্রচার করে তাদের জন্য শুভকামনাও জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।