আমাদের কথা খুঁজে নিন

   

কন্যাসন্তানের সৌন্দর্যের জন্য...

পুরুষালি সৌন্দর্য একজন নারীর কাছে অবশ্যই আকর্ষণীয়। কিন্তু তিনি সেই পুরুষের সব বৈশিষ্ট্য নিজের কন্যাসন্তানের মধ্যে দেখতে চাইবেন, এমন ধারণার পক্ষে যুক্তি খুবই কম। আর তাই প্রিয়দর্শিনী কন্যাসন্তান-প্রত্যাশী নারীদের অতিপুরুষালি গঠন-বৈশিষ্ট্যের সঙ্গীকে বর্জনের পরামর্শ দিয়েছেন স্কটল্যান্ডের গবেষকেরা। বিহেভিয়ার জেটেনিকস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম বেটসের নেতৃত্বে একদল গবেষক ১৫ থেকে ২২ বছর বয়সী এক হাজার ৫৮০ জন স্বেচ্ছাসেবীর শারীরিক গঠনসহ বাহ্যিক সৌন্দর্যের বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন।

এরপর তাঁদের মা-বাবার বৈশিষ্ট্যের সঙ্গে এসব বৈশিষ্ট্যের সম্পর্ক খুঁজতে গিয়ে দেখা যায়, সন্তানের সৌন্দর্য ও শারীরিক গঠন নির্ভর করে মা-বাবার জিনের (বংশগতির ধারক) ওপর। বেটস বলেন, সুন্দরী নারী ও অতিপুরুষালি গঠনের পুরুষের মিশ্রণে যে কন্যাসন্তান জন্মায়, সে সাধারণত বাবার শারীরিক গঠনের কিছুটা পেয়ে থাকে। তবে একই দম্পতি অত্যন্ত সুদর্শন পুত্রসন্তানের জন্ম দিতে পারেন। তাই আকর্ষণীয় কন্যাসন্তান পেতে আগ্রহী নারীদের অতিপুরুষালি গঠনের সঙ্গীর পরিবর্তে স্বাভাবিক সুপুরুষ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। টেলিগ্রাফ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।