আমাদের কথা খুঁজে নিন

   

'কামসূত্র থ্রিডির' ওয়ার্ল্ড প্রিমিয়ার কান উৎসবে!

'কামসূত্র থ্রিডি' সিনেমাটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটির প্রোমোশনে ব্যস্ত গোটা টিম। তবে চমকপ্রদ বিষয় হল চলচ্চিত্র পরিচালক রুপেশ পল আশা করছেন, পরবর্তী ছবি 'কামসূত্র থ্রিডি'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শো করতে পারবেন আগামী বছর অনুষ্ঠিতব্য কান চলচ্চিত্র উৎসবে।

শার্লিন চোপড়া অভিনীত এই ছবি ২০১৩-এর কান উৎসবে অগ্রিম টিকেট বিক্রিতে রেকর্ড সৃষ্টি করেছে। তাই পল মনে করেন, 'প্রিমিয়ার শোয়ের যোগ্যতা অর্জন করেছে 'কামসূত্র থ্রিডি'।

ভারতীয় সিনেমা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাচ্ছে। '

বার্তা সংস্থা পিটিআই-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন,'পরিচালক অনুরাগ কাশ্যপ, দিবাকর ব্যানার্জি কান উৎসবে মনোযোগ তৈরি করতে পারছেন। এসব বিবেচনায় আমি আশা করি, এ ছবি প্রিমিয়ারের সুযোগ পাবে। আর যদি তা না হয়, তাহলে সাধারণভাবে মুক্তি দেব। '

উল্লেখ্য, ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে ছবি জমা দেওয়ার শেষ তারিখ আগামী বছরের ১৬ মার্চ।

'কামসূত্র থ্রিডি' হিন্দি ও ইংরেজি ভাষায় দেখা যাবে। ছবি সম্পাদনায় ভারতীয় ও আন্তর্জাতিক সংস্করণ করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।