আমাদের কথা খুঁজে নিন

   

৭ শৃঙ্গ অভিযানে পাক তরুণী

লেখাপড়া করতে চেয়ে গুলি খেতে হয় পাকিস্তানি কিশোরীকে। বৃষ্টিতে ভিজে আনন্দ করার ভিডিও প্রকাশ্যে এলেই বুক ফুঁড়ে দেয় তালিবানি গুলি। এ দেশেরই মেয়ে শামিনা বেগ। সব রকম ফতোয়া-বাধা-অন্যায়ের দেওয়াল টপকে প্রায় ছুঁয়ে ফেললেন আকাশ।

চলতি বছরের জুন মাসেই প্রথম পাক মহিলা হিসেবে এভারেস্ট শীর্ষে জয় পতাকা উড়িয়ে এসেছেন ২১ বছরের শামিনা।

কিন্তু এ তো সবে যাত্রা শুরু। লক্ষ্য আরও অনেক বড়। ‘সেভেন সামিট’ অভিযান। পৃথিবীর সাতটি শীর্ষবিন্দুতে পা রাখা।

আর এই অভিযানের স্বপ্নে শামিনার সঙ্গে পা মিলিয়েছেন তাঁর দাদা মির্জা আলি বেগও।

মির্জা এক জন পেশাদার পর্বতারোহী। কারাকোরাম, হিন্দুকুশ ইত্যাদি পর্বতমালার একাধিক শৃঙ্গে অভিযান করেছেন।

এরই মধ্যে দেশ ছাড়ছেন তাঁরা। প্রথম গন্তব্য, সুমেরুর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট ভিনসন। এর পরে আর্জেন্টিনার মাউন্ট অ্যাকনকাগুয়া।

রাশিয়ার মাউন্ট এলব্রুস, ইন্দোনেশিয়ার পুনকাক জায়া ইত্যাদি।

উল্লেখ্য, শামিনা-মির্জার এই অভিযানে সহায়তা করছে অ্যাডভেঞ্চার ডিপ্লোম্যাসি গ্রুপ আর্জেন্তিনা, ইন্দোনেশিয়া, নেপাল, রাশিয়া ও আমেরিকার দূতাবাস যার সদস্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।