আমাদের কথা খুঁজে নিন

   

৩৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলল

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. জিয়া উদ্দিন সরদার  জানান,  লাইনচ্যুত বগি ও রেললাইন মেরামত শেষে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে জয়দেবপুর থেকে একটি কমিউটার ট্রেন জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এরপর জয়দেবপুরে অপেক্ষমান যমুনা ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেনসহ অন্যান্য ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানান তিনি।
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
এরপর ওই দিন রাত সোয়া ১০টার দিকে শ্রীপুরের বনখড়িয়া এলাকায় লাইনচ্যুত হয় অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন ও পাঁচটি বগি। রেললাইনের ফিসপ্লেটের নাট-বোল্ট এবং প্রায় ২৫০টি পিন খুলে রাখায় ট্রেনটি লাইনচ্যুৎ হয় বলে কর্মকর্তারা জানান।
ওই রাত ৩টা থেকে ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু হয়।
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মাস্টার এস এম মফিজুর রহমান জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী তিস্তা এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস ও কমিউটারসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাজেন্দ্রপুরে রেললাইনে নাশকতার ঘটনা তদন্তে চার সদস্যের একটি করেছে সরকার। তিন কর্মবিসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।