আমাদের কথা খুঁজে নিন

   

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ আজ

আগের রাতে বার বার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বৃহস্পতিবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে কিনা? কমিটি থেকে বলা হয়েছিল শতভাগ নিশ্চিত থাকতে পারেন ম্যাচ হবেই। বিরোধী দলের ডাকা অবরোধে দেশে শান্তি-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। তাই বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজন। এ অবস্থায় মাঠে পুলিশ না পাওয়াটাই স্বাভাবিক। এটা ঠিক ফুটবলে জনপ্রিয়তা কমে যাওয়াতে আগের মতো আর হট্টগোল হয় না। কিন্তু নকআউট পর্বে হাইভোল্টেজ ম্যাচে উত্তেজনাতো উড়িয়ে দেওয়া যায় না। তাই সংখ্যায় কম হলেও আয়োজকরা পুলিশ চেয়েছিল। কিন্তু দুপুরে বাফুফের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জরুরি বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেয় অবরোধ থাকা অবস্থায় কোনোভাবে মাঠে পুলিশ দেওয়া সম্ভব নয়। শুক্রবার ম্যাচ আয়োজনের কথা বললে বাফুফে তা মেনে নেয়। অর্থাৎ মোহামেডান-শেখ জামালের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় খেলা শুরু হবে। এদিকে ম্যাচ না হলেও বসে থাকেনি দুই দল। গতকাল হাল্কা অনুশীলনে ব্যস্ত ছিলেন তারা। এদিকে দলের শক্তি বৃদ্ধি করতে মোহামেডান আজ মিসরের ফুটবলার মোস্তফাকে মাঠে নামাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.