আমাদের কথা খুঁজে নিন

   

মোহামেডানের অনুশীলনে দুই ডাচ ফুটবলার

টোটাল ফুটবলে এখন জয় জয়কার। বল বেশিক্ষণ পায়ে না রেখে কিভাবে দ্রুত আক্রমণ করা যায় এই পদ্ধতি কিন্তু এসেছে হল্যান্ডের মাধ্যমে। ১৯৭৪ ও ১৯৭৮ সালে টানা দুই বিশ্বকাপে হল্যান্ড ফাইনালে উঠলেও রানার্সআপের ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু তাদের টোটাল ফুটবল বিশ্ববাসীর নজরে এসেছিল। সুতরাং হল্যান্ডের ফুটবলার মানেই ভালোমানের তা অনেকের ধারণা হয়ে গেছে। বর্তমান বাংলাদেশ জাতীয় দলের প্রশিক্ষণের দায়িত্বে দু'জন ডাচ থাকলেও ঢাকা ফুটবলে এখনো সেই দেশের কোনো খেলোয়াড়কে দেখা যায়নি। মঙ্গলবার ঢাকা মোহামেডান ক্লাবে দুই ডাচ ফুটবলার কে ভাল দেরজিব ও মাল ভাটন যোগ দিলে অনেকের ধারণা ছিল তাদেরকে আসন্ন মৌসুমে দেখা যাবে। না, সেই সম্ভাবনা ক্ষীণই বলা যায়। কেননা কোচ সাইফুল বারী টিটু দু'জনার অনুশীলন দেখে সন্তুষ্ট হতে পারেনি। যদিও টিটু এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। কিন্তু ক্লাব সূত্রেই জানা গেছে গতকাল তাদের অনুশীলন দেখার পর কোচের খাতায় কোনো নম্বর তুলতে পারেননি।

দু'জনার স্বাস্থ্য ও টেকনিক্যাল পজিশন টিটুর পছন্দ হলেও দমে একেবারে হতাশা প্রকাশ করেছেন। এই দমে ৪৫ মিনিটও তাদের খেলানো যাবে না। যাক আজ আবার ডাচ ফুটবলারদের অনুশীলনে নামানো হবে। ভালো মতো বিশ্রামের অভাব ও অচেনা পরিবেশে অনেকে প্রথম দিন অনুশীলনে খারাপ করতেই পারে। তাই আজ তাদের শেষবারের মতো পর্যবেক্ষণ করা হবে। যদি দেখে এদের দিয়ে চলবে না। আজই মোহামেডান সরি বলে দেবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.