আমাদের কথা খুঁজে নিন

   

অবস্থা কিন্তু ভয়ঙ্কর! জঙ্গিবাদে ছেয়ে যাচ্ছে দেশ

জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায়

জঙ্গিবাদের উত্থানের ব্যাপারে প্রশাসন কতটা সতর্ক? ঠিক জানি না। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ একটা আফগানিস্তান, একটা সিরিয়া, একটা পাকিস্তান হতে দেরি নেই। যে হারে কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলো মাথা চারা দিয়ে উঠছে তাতে মনে হয় অদূর ভবিষ্যতে কোন সাম্রাজ্যবাদী দেশ যদি তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাহলে বাংলাদেশ জঙ্গিবাদে ছেয়ে যাবে।

তারা দেশে অরাজকতা শুরু করে দেবে। আমার এ্ই কথায় ইসলামপ্রিয় কিছু মানুষ হয়ত প্রতিবাদ করবেন। বলবেন আমার অবস্থান কি তাদের বিপক্ষে? আমি বলবো ইসলামে সন্ত্রাসবাদ নেই। কিন্তু এই জঙ্গিরা সন্ত্রাসের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়। এরা বিভ্রান্ত হয়ে গেছে।

এখন শুধু সলতেয় একটু আগুন দিলেই ফেটে যাবে। এদের কাছে যে ইসলামটা আছে তা প্রকৃত ইসলাম নয়। এরা মোল্লা ও অতি পণ্ডিত শ্রেণীর বিশ্লেষণে একটা দুর্বোধ্য ও জটিল মাকড়সার জালের মত রূপ নিয়েছে। তাদের এই ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে জীবনে শান্তি আসবে না। এরা পশ্চাতমুখী।

এদের ইসলাম ফতোয়া ও না না মতভেদে পরিপূর্ণ। এটা কিছুতেই আল্লাহর বলা সেরাতুল মোস্তাকীম নয়। এই ইসলামটা প্রতিষ্ঠিত হলেও কোন লাভ নেই। রাজনৈতিক অস্থিরতার সুযোগে এরা জেগে উঠছে। এদের কে টার্গেট করে সাম্রাজ্যবাদী দেশগুলো আমাদের দেশে হামলা চালাতে পারে অদূর ভবিষ্যতে ।

অতএব সাবধান। এদেরকে সত্য ইসলামের আলো দিয়ে সংশোধন করা জরুরী হয়ে পড়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।