আমাদের কথা খুঁজে নিন

   

Settle Marriage & Love Marriage- একটি ফেসবুক যুগীয় ধারনা !

আমার দেশ আমার অহংকার "১১ দিনের পরিচয়ে বিয়ে !" আমাদের অফিসের রঞ্জিনা ম্যাডাম এই খবরটি পত্রিকায় পড়ে যেন আকাশ থেকে পড়লো। তার মতামত, 'এটা কিছুতেই হতে পারে না।' আমি বললাম, "ক্যান, সেটেল ম্যারেজ তো এরকমই হয়। ১ দিনের চেনাজানায়ও তো বিয়ে হয়।" কিন্তু রঞ্জিনা ম্যাডাম-এর যুক্তি হলো,'বিয়েটা যেহেতু সারাজীবনের বন্ধন সেহেতু দীর্ঘদিনের পরিচয় ছাড়া হওয়া উচিত নয়। যে ছেলের সাথে জীবন কাটাব, তার সাথে চেনাজানা থাকবে, তাকে ভালবাসব, সেও আমাকে মন-প্রাণ উজাড় করে ভালবাসবে। আগে থেকেই তার ফ্যামিলির লোকজনের সম্পৰ্কে একটা স্বচ্ছ ধারনা থাকবে! তারপর বিয়ের কথা ভাববো। আজকালের যুগে সেটেল ম্যারেজ কেন? সেটেল ম্যারেজ-এ সুখী হওয়া যায় না। লাভ-ম্যারেজেই সুখ।' আমি আর কথা না বাড়িয়ে শুধু রঞ্জিনা ম্যাডামের মুখের দিকে তাকিয়ে রইলাম!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।