আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মের কল বাতাসে নড়ে

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

ধর্মের কল বাতাসে নড়ে এরশাদের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন তার অনেক বছরের পথ চলার সঙ্গী বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী জাফর। একসময় তিনি বামপন্থী রাজনীতি করতেন। মুক্তিযুদ্ধের সময় অর্গানাইজার ছিলেন। বীর উত্তম জিয়াউর রহমানের মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রী ছিলেন। ১৯৮২ সালের পর হঠাৎ করেই অবৈধভাবে ক্ষমতা দখলকারী এরশাদের সাথে যোগ দিলেন।

দেশের জনগণ যখন এরশাদের বিরুদ্ধে উত্তাল আন্দোলন করছে, কাজী জাফর তখন এরশাদ সরকারের প্রধান মন্ত্রী। কয়েকদিন আগে এরশাদের ডিগবাজীর রাজনীতির ব্যাপক সমালোচনা করলেন তিনি। এরশাদকে উদ্দেশ্য করে কাজী জাফর বলেন, ‘আমি শুনেছি তিনি বলেছেন, “হু ইজ কাজী জাফর? আই এম দি ফাদার অফ দ্য জাতীয় পার্টি। ” আমি তাঁকে প্রশ্ন করতে চাই, হু ইজ এরশাদ? এরশাদ সবকিছুর পিতৃত্ব দাবি করতে পারেন। কিন্তু জাতীয় পার্টির পিতৃত্ব তিনি দাবি করতে পারেন না।

’ কাজী জাফর এরশাদকে ভদ্র ভাষায় কথা বলার আহ্বান জানান। তিনি বলেন, আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম বলেই এরশাদ চীফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ও পরে রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। জাতীয় পার্টি যখন গঠন করা হয়, তখনও এরশাদ চীফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। তিনি আরও বলেন আমরা এরশাদকে সাধারণ সদস্য থেকে পার্টির চেয়ারম্যান করেছিলাম। ' যদিও এরশাদের রাজনীতির অনেক দায়ভার কাজী জাফরেরও, তারপরেও জীবন সায়াহ্নে এসে তিনি হয়তো কিছুটা প্রায়শ্চিত্ত করতে চাইছেন।

এরশাদের প্যান্ডোরার বাক্স তিনি জাতির সামনে খুলে দেবেন বলেছেন। এরশাদের যাবতীয় অপকীর্তির প্যান্ডোরার বাক্স আনঅফিসিয়ালী অনেক আগেই খোলা হয়ে গিয়েছে। এখন অফিসিয়ালী যদি কাজী জাফর তা খোলেন তাহলে তো ভালোই হয়। আমরা একজন কাজী জাফরকে চিনতাম যিনি দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, আমরা একজন কাজী জাফরকে চিনতাম যিনি একদলীয় শাসনতন্ত্রের বিরুদ্ধাচারণ করেছিলেন, আমরা একজন কাজী জাফরকে চিনতাম যিনি ছিলেন টঙ্গীর লক্ষ লক্ষ শ্রমিকের নয়নের মনি। আজ তার জীবনের শেষ বেলায় এসে তিনি অনৈতিক স্বৈরাচারী শাসকের প্রতি সোচ্চার হয়ে উঠেছেন।

ধর্মের কল বাতাসে নড়ে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.