আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়া সরকারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

কুষ্টিয়া সরকারী কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাসে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সকাল ১১টার সময় হান্নান বিশ্বাস সমর্থিত ছাত্রলীগের একটি অংশ ১৮দলের অবরোধ কর্মসূচী বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। এসময়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সমর্থিত ছাত্রলীগের অপর একটি অংশ একই দাবীতে মিছিল বের করে। দুই গ্রুপের মিছিলের এক পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।   এক পর্যায়ে বহিরাগত সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ হান্নান সমর্থিত গ্রুপের সাথে যোগ দেয়। সংঘর্ষে মামুন গ্রুপের ছাত্রলীগ কর্মী অন্তু ও সাজেদুল আহত হয়।

সংঘর্ষ চলাকালীন কয়েকটি ককটেল বিষ্ফোরণের ঘটণা ঘটে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, হান্নান বিশ্বাসের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। এতে তার দুই কর্মী আহত হয়।

অভিযোগ অস্বীকার করে হান্নান বিশ্বাস বলেছেন, তার ছেলেরা ক্যাম্পাসে ১৮দলের অবরোধ কর্মসূচী বিরোধী মিছিল করতে গেলে ছাত্রলীগের অপর একটি অংশের লোকজন মিছিলে বাঁধা দেয়। এতে সংঘর্ষের সূত্রপাত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.