আমাদের কথা খুঁজে নিন

   

টাইমের টুইটার অ্যাকাউন্ট হ্যাক



হ্যাকাররা টাইমের অ্যাকাউন্টটি ব্যবহার করে পত্রিকা কর্তৃপক্ষকে সতর্কবার্তাও দিয়েছে।
এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের ‘সিরিয়ান ইলেকট্রনিক আর্মি’, সংক্ষেপে সিইএ নামে চেনেন অনলাইন ব্যবহারকারীরা। এরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারী ও সমর্থক।
বছরজুড়ে আলোচনা কিংবা সমালোচনায় থাকা ব্যক্তি বা দলের মধ্য থেকে পাঠক ভোটের মাধ্যমে প্রতিবছর ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত করে টাইম।
পারসন অব দ্য ইয়ার নির্বাচনের আগে সম্ভাব্য সম্ভাব্যদের একটি তালিকা প্রকাশ করে টাইম।

ব্যক্তি বা দলের বছরব্যাপী প্রভাব বিবেচনা করে এই তালিকা তৈরি হয়।
এ বছর পার্সন অব দ্য ইয়ারের সংক্ষিপ্ত তালিকায় সিরিয়ার প্রেসিডেন্টের নাম রয়েছে।
তার সম্পর্কে বলা হয়- “রাসায়নিক অস্ত্র ব্যবহারের পর আন্তজার্তিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করেই গৃহযুদ্ধে নিহত হওয়া একলাখ মানুষের রক্তের ওপর দিয়ে বছর পার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ। ”
টাইমের এই মন্তব্যের জের ধরেই টাইমের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সিইএ’র হ্যাকাররা। সেখানে ঢুকে তারা লিখে- “অ্যাকাউন্টটিতে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি ঢুকেছিলো।

পরবর্তীতে সিরিয়ার প্রেসিডেন্টকে নিয়ে যেন ভালো কথা লেখা হয়। #সিইএ০”
সিইএ-এর করা টুইটটি দ্রুত সময়ের মধ্যে মুছে ফেলে টাইম কর্তৃপক্ষ।
‘পারসন অব দ্য ইয়ার’-এর জন্য ভোটের শেষদিন ৪ ডিসেম্বর। ১১ ডিসেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তি বা দলের নাম ঘোষণা করবে টাইম।
তবে হ্যাক করে টাইমের ভোটের হিসাবেও গড়মিল করা হয়েছে বলে দাবি করেছে সিইএ।


অতীতে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, হাফিংটন পোস্ট এবং রয়টার্সের ওয়েবসাইট হ্যাক করার দায়-দায়িত্ব স্বীকার করেছে সিইএ।
এ বছরের এপ্রিলে সংবাদ সংস্থা এপি’র টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সিইএ। হ্যাক করার পরপরই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে ভুল ‘সংবাদ’ও তাদের ওয়েবাসাইটে তুলে দেয়।  
সিইএ’র দেয়া সেই ভুল ‘সংবাদে’ বলা হয়, হোয়াইট হাউসে হঠাৎই এক হামলায় আহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তখন ওবামার আহত হওয়ার সংবাদে অনলাইনে ব্যাপক ভীতির সঞ্চার হয়।

আর ভবিষ্যতের শংকায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সূচক পড়ে যায় ১৫০ পয়েন্ট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.