আমাদের কথা খুঁজে নিন

   

সুতি কাপড়ের সেকাল/ একাল ...!



আগে আমরা কামিজ/ সালোয়ার বানানোর জন্য যে সব সুতি/ পপ্লিন কাপড় কিনতাম তা বেশ মোটা ছিলো কিন্তু দিন যত যাচ্ছে ততই সেসব কাপড় পাতলা হয়ে যাচ্ছে! সুতি কাপড়ের সাথে সাধারণত ফলস লাগানোর প্রয়োজন পড়তো না কিন্তু এখন ভয়েল বা সুতির নামে যেসব কাপড় বিক্রি হচ্ছে তা এত পাতলা যে- পড়তেও খারাপ লাগে! অবস্থা এমন দাঁড়াচ্ছে যে- আর কয়েকদিন পর সুতি/ ভয়েল যেই কাপড় কিনি না কেন ভেতরে ফলস ছাড়া পরে রাস্তায় বের হওয়া যাবে না! আবার সব কাপড়ে ফলস লাগিয়ে পড়াও সমস্যা ! যারা এমন দু নাম্বারী করে কাপড় তৈরি করছেন আর অনেকে হয়তো কিনছেন তাদের কারনেই হয়তো কোন কোন মেয়েকে শুনতে হবে - শরীর দেখিয়ে বেড়াচ্ছে ! এইসব দুই নাম্বারি দেখার কেউ নাই! তবে কোন কোন মেয়েদের ইচ্ছে করে শরীর দেখিয়ে বেড়ানোটাকে অস্বীকারও করবো না! এরুপ কুরুচির মেয়েদের প্রতি ঘৃণা করার ভাষাও আমার নেই!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।