আমাদের কথা খুঁজে নিন

   

সন্তানসম্ভবা স্বামীকে বিয়ে করলেন স্ত্রী!

আট মাসের 'সন্তানসম্ভবা' তিনি! অবাক লাগলেও সত্যি। মহিলা হলেও ছোট থেকে নিজেকে ছেলে বলেই মনে করেন আর্জেন্টিনার অ্যালেক্সিস তাবোরদা। প্রেমে পড়েন রূপান্তরকামী কারেন ব্রুসেলারিওর, যিনি শারীরিক ভাবে পুরুষ হলেও নিজেকে মহিলা ভেবে এসেছেন।

কিন্ত্ত, দু'জনের কেউই অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করাননি। ফলস্বরূপ দু'জনের প্রেমের ফসল বড় হয়ে উঠছে অ্যালেক্সিসের গর্ভে।

সে ভূমিষ্ঠ হওয়ার আগেই বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন অ্যালেক্সিস এবং কারেন।

লাতিন আমেরিকার মধ্যে আর্জেন্টিনাতেই প্রথম সমলিঙ্গ বিবাহ শুরু হয় ২০১০ সালে। তার দু'বছর পর চালু হয় নতুন আইন, যার মাধ্যমে রূপান্তরকামীরা নিজেদের পুরুষ বা নারী পরিচয় দিয়ে নাগরিকত্ব পেতে পারেন। আইনটি চালু হওয়ার পর এই প্রথম আর্জেন্টিনায় বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন এমন এক রূপান্তরকামী দম্পতি, যাঁরা লিঙ্গবদল করাননি।

অ্যালেক্সিসের দাবি, সন্তানধারণ করলেও মাতৃত্বের কোনও অনুভূতিই হচ্ছে না তাঁর।

অন্যদিকে, কারেন ভীষণ উৎসাহী তাদের আগত সন্তানকে নিয়ে। অ্যালেক্সিসের মধ্যে দিয়ে কারেনই যেন প্রতিনিয়ত অনুভব করছেন মাতৃত্বের স্বাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।