আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের গনতন্ত্র..এবং রাষ্ট্রীয় ডাকাতি!

আমার আমি ....

দেশের বৃহত্তর একটি রাজনৈতিক দল বিএনপি, তারা একাধিক বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে..সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দলটির লাখো কোটি কর্মী-সমর্থক। আর এ দলেরই কেন্দ্রীয় কার্যালয় পল্টনে ঘটল রাষ্ট্রীয় ডাকাতি! গেইট,তালা,দরজা, চূর্ণ-বিচূর্ণ করা হলো, তান্ডবলীলা চালানো পাশাপাশি লুট-পাট করা হলো সংরক্ষিত অফিসটি । ঘুমঘোর থেকে টেনে হেঁচড়ে এক বয়োবৃদ্ধ যে কিনা সর্বক্ষন জনগন আর মিডিয়ার সামনে থাকে সেই রুহুল কবির রিজভী এমনভাবে ধরা হলো যেন সে বাংলাদেশ নয় পৃথিবী হন্তারক! সরকারী বাহিনীর এহেন বীরত্ব আর পৌরুষ দেখে তাদের কপালে চুমু খেতে ইচ্ছে করছে। তারা সংবাদকর্মীদেরও লাঞ্চিত করেছে, ভেঙ্গে তছনছ করেছে তাদের ক্যামেরা! অসুস্থ রিজভীর হাতের লাঠিও ফেলে দেয়া হয়....!!! দল,জাত-পাতের ধার না ধেরে নিজের বিবেক বোধ দিয়ে দেশের জনপ্রিয় এক সাংবাদিক( সালেহ বিপ্লব) তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন....‍ "রুহুল কবীর রিজভী'র ছড়ি পড়ে যায় মাটিতে ডিবি'র সু-বীর জানে তো বারুদ, দ্রুত ধায় ঘাটিতে! ওয়ান ইলেভেনের সময় জননেত্রী শেখ হাসিনাকে আদালতে নেয়ার সময় কী জঘন্য টানা হেঁচড়া করেছিল পুলিশ! সেই অপমান আমার বুকের ভেতর গেঁথে গেছে। অনেক কষ্ট। রিজভীর মত নিরীহ এক নেতাকে গ্রেপ্তার করতে ডিবি যে লজ্জাজনক পথ ধরল, তার সাথে ওয়ান ইলেভেনের কু-স্বাদ আর ছবি মেলাই। হে পোশাকি বীর, রুহুল কবীর রিজভী'র ছড়ি ছুঁড়ে দাও মাটিতে? বলতো কদিন আর, লাইন দেবে ওই ছড়ি ঝেড়ে মুছে ধুলো কণা চাটিতে?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।