আমাদের কথা খুঁজে নিন

   

অস্থিতিশীল রাষ্ট্রে সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের দৈন্যদশা



প্রচন্ড ঝড়ের আগে যেমন ঠান্ডা হাওয়া বইতে থাকে, রাষ্ট্র যখন চরম মৎস্যান্যায় পরিস্থিতির দিকে এগিয়ে যায় তার আগেও কিছু সিমটম আছে । আর টিভির রিপোর্টার তামজিদ রনি ও ক্যামেরাপার্সন প্রশান্ত মোদককে সংবাদসংগ্রহের সময় গ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের ও চার দিনের রিমান্ডে নেয়া সেরকমই একটি সিমটম । চরম অরাজকতার (Absolute anarchy) পূর্ব-অরাজক (pre-anarchy; preparatory period of absolute anarchy) পরিস্থিতিতে সমাজের তিনটি অংশ শাসক শ্রেণীর দ্বারা ভিষণভাবে আক্রান্ত হন । তারা হলেন ঃ আইনজীবী, সংবাদকর্মী বা সাংবাদিক এবং মানবাধিকারকর্মী । কারন pre-anarchy period এ কেবলমাত্র এ তিনটি গ্রুপই সচল থাকতে পারে আর সমাজের সব অংশ অচল হয়ে পড়ে ।

এদের এক এক করে শেষ হওয়ার মধ্যদিয়ে পুরো রাষ্ট্র ও সমাযে Absolute anarchy বিস্তার করে । বাংলাদেশ নামক ভুখন্ডটিও খুব দ্রুতগতিতে এই দশার দিকে এগুচ্ছে । যেসব একচোখা দলকানারা বলেন এখন গনমাধ্যম অনেক শক্তিশালী, গনমাধ্যমের ব্যপকতা বেড়েছে পাতানো নির্বাচন করে কেউ পার পাবে না তাদের কি সংবাদকর্মীদের উপর এরুপ নির্যাতন চোখে পড়ে না । এর আগে বিএনপির অফিসে গোয়েন্দা পুলিশ সাংবাদিকদের লাঞ্চনা করল, ক্যামেরা ভাঙল, তার আগে সময় টিভির রিপোর্টার রিপোর্টিং এর সময় ছাত্রলীগ যুবলীগের দ্বারা আক্রান্ত হয়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসা নিলো । কই, এসবের জন্য কি চ্যানেল কতৃপক্ষ কোন মামলা করেছে ।

চ্যানেল কতৃ পক্ষের কি দায়িত্ব ছিল না তাদের একজন রিপোর্টারের উপর এরকম আক্রমনের জন্য মামলা করা । কিন্তু করে নি কারন এসব টিভি চ্যানেলের মালিক শ্রেনী সরকারেরই দোসর । এতোদিন সংবাদমাধ্যম গুলোর উপর গোয়েন্দা সংস্থাগুলোর অপ্রকাশ্য চাপ ছিল এখন দিনে দিনে প্রকাশ্য চাপ প্রকাশ পাচ্ছে । নির্বাচন যে অসুষ্ঠ হবে সেটি পরিষ্কার আর এই অসুষ্ঠ নির্বাচনকেই সুষ্ঠ বলে চালিয়ে দিতে হবে এই সংবাদকর্মীদেরকেই না হলে একদিকে গোয়েন্দা সংস্থা, আর অন্যদিকে শাসক গোষ্ঠীর গুন্ডা পান্ডারা । সাংবাদিকদের উপর নিপিড়ন নির্যাতনের মাধ্যমে সে ট্রেনিং আগে থেকেই দেয়া হচ্ছে, বুঝিয়ে দেয়া হচ্ছে সংবাদ প্রকাশের ধরণ ।

মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন কিভাবে সংবাদ প্রকাশ করতে হবে । সংবাদ প্রচার ও পরিবেশনের দায়িত্ব সংবাদকর্মীদের আর সন্ত্রাসী ধরার দায়িত্ব পুলিশের, সংবাদকর্মীদের নয় । এদেশে গণমাধ্যম বেড়েছে আর বিজনেস গ্রুপ গুলো যাদের মালিকানায় গনমাধ্যম তাদের সম্পদ বেড়েছে । গণমাধ্যমে সামান্য স্বাধীনতাও আসে নি , সংবাদকর্মীদের জীবন মানেরও কোন পরিবর্তন হয় নি । দু একটি প্রতিষ্ঠিত মিডিয়া ছাড়া অধিকাংশ মিডিয়া তাদের কর্মীদের ঠিকমতো বেতনও দিতে পারেন না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.