আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের যে কোন দেশ আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে কিন্তু ইন্ডিয়া নয়!



একটা তথ্যঃ Daily Star এর একটা রিপোর্ট অনুযায়ি আমরা প্রতিবছর ভারতীয় চ্যানেল (channel) গুলো দেখার জন্য ২০০০ কোটি টাকা (দুই হাজার কোটি টাকা) দিয়ে থাকি। অথচ আফসুস হলো সেই ইন্ডিয়াতেই আমাদের দেশের কোন চ্যানেল চলতে দেওয়া হয়না বাধ্যতামুলক!! যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তথা সারা পৃথিবীতে বাংলাদেশী চ্যানেল চলতে সমস্যা নাই! কিন্তু ইন্ডিয়ান সরকারের সমস্যা আছে। কারন তারা জানে ভাষাগত মিল থাকার কারনে বাংলাদেশি টিভি চ্যানেল ইন্ডিয়াতে প্রচার শুরু করলে তাদের চ্যানেল বিশাল একটা ধাক্কা খাবে। উলটো তারা তাদের সমস্ত চ্যানেল বাংলাদেশে দেখিয়ে যাচ্ছে আর আমরাও আবালের মত দেখে যাচ্ছি........ কি আজীব! তখন বলা হচ্ছিলো যে বাংলাদেশে ভালো চ্যানেল নাই হেন তেন....এখন যখন বাংলাদেশে দারুণ দারুণ সব চ্যানেল রয়েছে সেই আগের বিটিভির কথা বাদ দিলেও তখনো কিন্তু আমাদের চ্যানেল উঠে দাড়াতে পারছে না, সবাই দেখছে সেই ইন্ডিয়ান চ্যানেল....... চ্যানেলের কথা বাদ দিলাম! আমাদের জাতিয় ক্রিকেট দল অষ্ট্রালিয়া, ইংল্যান্ড সহ বিশ্বের সব দেশের আমন্ত্রন পায় কিন্তু এখনো কিন্তু একবারেও ইন্ডিয়ান দালালরা আমাদের কি আমন্ত্রন করেছে?? কারন ইন্ডিয়ান দালালেরা ভালো মতই জানে বাংলার টাইগার ছেলেরা অবশ্যই তাদের মাটিতেই তাদেরি অঝড়া বাঁশ দিয়ে আসবে......... এত বড় দেশ ইন্ডিয়ার সর্বমোট রফতানি আয়ের শতকরা সাত (৭%) বাংলাদেশ থেকে যায়। তাইলে সামান্য ভেবে দেখুন ইন্ডিয়া যদি বছরে ১০ হাজার কোটি ডলার আয় করলে ৭% হিসাবে আমাদের দেশ থেকে কত আয় করে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.