আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কারজাইয়ের অভিযোগ

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই অভিযোগ করেছেন, দ্বিপাক্ষিক চুক্তির জন্য চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র আফগান সেনাবাহিনীর রসদ সরবরাহ বন্ধ করে রেখেছে।

গতকাল রবিবার আফগান প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ অভিযোগ জানানো হয়েছে।

২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে প্রায় সব বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ধরন নির্ধারণ করবে ওই দ্বিপাক্ষিক চুক্তি।

বিবৃতিতে বলা হয়,'আফগান সামরিক বাহিনী ও পুলিশের জ্বালানি ও অন্যান্য সরবরাহ বন্ধ রেখে আফগানিস্তানকে চাপে ফেলে দ্বিপাক্ষিক চুক্তি সইয়ে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।'

তাৎক্ষণিকভাবে বিবৃতিটির বক্তব্য অস্বীকার করে ওয়াশিংটন জানিয়েছে, দ্বিপাক্ষিক চুক্তিটি দ্রুত সই না হলে দুই বছর আগে ইরাকে যেমন করা হয়েছে, তেমনভাবে আফগানিস্তান থেকেও অধিকাংশ সেনা প্রত্যাহার করে নেয়া হতে পারে।

উল্লেখ্য, গত সপ্তাহে কারজাই জানিয়েছিলেন, এপ্রিল ২০১৪’র প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি চুক্তি সই নাও করতে পারেন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.