আমাদের কথা খুঁজে নিন

   

চরফ্যাশনে সংঘর্ষে মহিলাসহ আহত ৪২

শুক্রবার শশীভূষণ থানার এওয়াজপুর গ্রামে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শশীভূষণ থানার এসআই মো. মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদের জমির দখল নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। তবে এঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক শহীদুল ইসলাম দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষ একে অপরের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
আহতদের মধ্যে রয়েছেন জসিম রাড়ী, মাইনউদ্দিন, বেলাল, আবুল কালাম, নিশি বেগম, আলমগীর হোসেন, মজিবল হক, আমজাদ হোসেন, আ. ছালাম, হোসেন, শহিদ, কামাল, সিরাজ, ওহিদ, জসিম বন্ধুকসী, রিয়াজ, গিয়াস, নোমা, ছালেহা বেগম, খাদিজা বেগম, ছাদ্দাম, খালেদা বেগম, রহিমা বেগম, জাহানারা বেগম, নাছিমা বেগম।
এরমধ্যে নিশি বেগম ও জসিম রাড়ীর অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৫ জন রয়েছেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাকি ১৭ জনকে প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান দুলাল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।