আমাদের কথা খুঁজে নিন

   

বাবার শূণ্যস্থান পুরণ করলেন পুত্র !

একবারের উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের টানা তিনবারের এমপি আলতাফ হোসেন গোলন্দাজ ২০০৭ সালে মৃতু্যবরণ করেন। এবার ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে দলীয় মনোনয়ন লাভ করেন তাঁর পুত্র উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল।

আওয়ামীলীগের সারাদেশের সর্বকণিষ্ঠ প্রার্থী তিনি। মাত্র ৩৩ বছর বয়সে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে এবার দলীয় মনোনয়ন জিতে বাজিমাত করেছেন তরুণ এই আওয়ামীলীগের নেতা। আজ দলীয় নেতা-কর্মী নিয়ে ফাহমি গোলন্দাজ বাবেল মনোনয়ন পত্র জমা দিয়ে গফরগাঁও প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্যে বলেন, 'আওয়ামীলীগ তারুণ্য বিকশিত একটি দল।

এ দলটিই পারে তথ্যপ্রযুক্তি বিকাশের সাফল্য অব্যাহত রাখতে। তিনি গফরগাঁওয়ে বিগত ২০০১ সালে জোট-জামায়াত সরকারের আমলে হাজারো নির্যাতিত আওয়ামীলীগের নেতা-কর্মী- সর্মথকদের পক্ষ থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নৌকায় ভোট চাইলেন'।

এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আবদল্লাহ আল আমিন বিপ্লব, আওয়ামীলীগ নেতা আব্দুছ সাত্তার,  কেন্দ্রীয় যুবলীগের উপ-আর্ন্তজাতিক সম্পাদক সাজ্জাদ জাহান শাহীন, আব্দুল হামিদ মুনসুর, মোস্তফা কামাল মনি, আবুল কাশেম, আতাউর রহমান, তরিকুল ইসলাম রিয়েল, ইকবাল হোসেন সুমন, আওরঙ্গ হেলাল, এহসানুল হক মুরাদ, রাসেল মাহমুদ অপু, আশরাফুল ইসলাম আপেল ও ফেরদৌস প্রমূখ।

উল্লেখ্য, এই আসনে গত নির্বাচনে আওয়ামীলীগের এমপি হন ক্যাপ্টেন (অব:) গিয়াস উদ্দিন আহমেদ। পরে নানা বিতর্কিত কর্মকান্ডে দেশব্যাপী আলোচিত হন তিনি।

এবার তাকে দল মনোনয়ন দেয়নি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.