আমাদের কথা খুঁজে নিন

   

মেসিহীন বার্সার আবারও হার

দলে নেই লিওনেল মেসি। ইনজুরিতে আছেন আরও কয়েকজন তারকা। তবে নেইমার-জাভি-ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসদের ওপরই আস্থা রেখেছিল ভক্তরা। কিন্তু সেই আস্থার প্রতিদান তারা দিতে পারলেন কই! গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ডাচ ক্লাব আয়াঙ্রে কাছে পরাজিত হয়েছিল বার্সেলোনা। রবিবার লা লিগায় কাতালানরা বাস্ক ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারল ১-০ গোলে! দেড় বছরেরও বেশি সময় পর টানা দুই ম্যাচে পরাজিত হলো বার্সেলোনা।

বার্সেলোনার এ পরাজয় অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সামনে দারুণ সুযোগ এনে দিয়েছে লা লিগার শিরোপা জয়ের। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনাই। তবে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে কিছুটা পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে আছে ৩৭ পয়েন্ট নিয়ে। সব মিলিয়ে বলা যায়, মৌসুমের অর্ধেক পথ পাড়ি দেওয়ার আগেই জমে উঠেছে লা লিগা! অন্তত এখন আর দুই দলের লিগ বলে সমালোচনা করার উপায় নেই!

অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে রবিবার বার্সেলোনার শুরুটা ছিল দুর্দান্ত।

কোচ জেরার্ডো মার্টিনো তো প্রথম ৭০ মিনিট নিয়ে শিষ্যদের প্রশংসা করেছেন উদার মনে। 'প্রথম ৭০ মিনিটে আমি দুর্দান্ত বার্সেলোনাকেই দেখেছি। অন্যান্য রাতের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রম ছিল তারা। প্রথমার্ধে আমরা মৌসুমের সেরা খেলা উপহার দিয়েছি। ' তবে শেষ পর্যন্ত জয়টাই পাওয়া হয়নি কাতালানদের।

৭০তম মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ইকার মুনাইনের গোলে জয়ের ব্যবধান পেয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। নেইমাররা বাকি সময়টুকু কেবল নিজেদের ছায়া হয়েই থাকলেন! এ পরাজয় যে লিগে বার্সেলোনার শিরোপা জয়ের পথ অনেকটাই কঠিন করে তুলেছে, স্বীকার করছেন কোচ মার্টিনো_ 'এ পরাজয় নিয়ে অনেক কিছুই বলা যায়। তবে এ পরাজয় নিঃসন্দেহে ভবিষ্যতের কাজ কঠিন করে তুলেছে। ' মার্টিনো অনেক আগেই মেসির ইনজুরির কারণে বার্সেলোনা দুর্বল হবে না বলে মন্তব্য করেছিলেন। তবে তার কথার সত্যতা প্রমাণ করতে পারছে না বার্সেলোনা।

মেসিহীন বার্সেলোনা যে সত্যিই নখদন্তহীন শ্বাপদ, তা এবার ভক্তরা বেশ বুঝতে পারছেন। মৌসুমের দ্বিতীয় পরাজয়টা সম্ভবত সেই ইঙ্গিতই দিচ্ছে। এদিকে, লা লিগায় রবিবার সেভিয়া ২-১ গোলে গ্রানাডাকে এবং ভ্যালেনসিয়া ৩-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে। এ ছাড়া ২-২ গোলে ড্র করেছে রিয়াল বেটিস-রেয়ো ভলকানো। লা লিগায় অ্যাথলেটিক চতুর্থ ও ভিলারিয়াল পঞ্চম স্থানে আছে।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।