আমাদের কথা খুঁজে নিন

   

লা লিগাতেও বার্সার হার

টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেলো বার্সেলোনা। এবার লা লিগাতেও অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১-০ ব্যবধানে হেরে গেছে মেসিবিহীন বার্সা।

মেসিবহীন ফরোয়ার্ড লাইনে ছিলেন ফ্যাব্রিগাস-নেইমার-সানচেজ ত্রয়ী। ১২ মিনিটেই নেইমারের শট ফিরিয়ে দেন বিলবাও গোলরক্ষক গোর্কা ইরাইজোজ। ১৮মিনিটে জাভি আবারো দুর্দান্ত একটি বল বাড়িয়ে দেন, কিন্তু তার কোনো সতীর্থ বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন।

অ্যাথলেটিকো প্রথমার্ধে একবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই বার্সাকে চেপে ধরে বিলবাও। কিন্তু ফ্যাব্রিগাসের বাড়িয়ে দেওয়া সহজ বলেও গোল মিস করেন নেইমার। অ্যাথলেটিক ডিফেন্ডার আন্দের ইতুরাসপে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখলে কাছ থেকে ফ্রি-কিক নিয়েও গোল করতে পারেননি ফ্যাব্রিগাস। কিন্তু বার্সা রক্ষণ ভাগকে ব্যতিব্যস্ত করে রাখা বিলবাও গোল পেয়ে যায় ম্যাচের ২০ মিনিট বাকি থাকতেই।

হেরেরার পাস থেকে ভালদেসের অনুপস্থিতিতে গোলরক্ষকের দায়িত্ব পালন করা পিন্টোকে ফাকি দিয়ে বার্সার জালে বল জড়ান মিউনিয়ান। এর তিন মিনিট পরে আবারো টোকেরোর দুর্দান্ত হেড ফিরিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের আরো বড় লজ্জার হাত থেকে রক্ষা করেন পিন্টো।

এই হারে অ্যাটলেটিকো মাদ্রিদ ছুয়ে ফেলেছে বার্সাকে। ১৫ ম্যাচে সমান ৪০ পয়েণ্ট নিয়ে শুধু গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে  তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৭ পয়েন্ট।

রবিবারের অন্যান্য ম্যাচে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়েছে সেভিয়া। ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। রায়ো ভালকানো ও রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।