আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ঝুলিতে সাত স্বর্ণ

অস্ট্রেলিয়ার নিউক্যাসলে 'স্পেশাল অলিম্পিক ঃ এশিয়া প্যাসিফিক গেমসে' বাংলাদেশের বুদ্ধিপ্রতিবন্ধী খেলোয়াড়রা জয়ের ধারা অব্যাহত রেখেছে। গেমসের ২য় দিনে বাংলাদেশ ৭ টি সোনা, ১ টি রুপা এবং ১টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে। বাংলাদেশের সোনা জয়ী খেলোয়াড়দের মধ্যে ব্যাডমিন্টনে সর্বাধিক। লংজাম্পে দুইটি এবং সাঁতারে ১টি সোনা জিতেছে। বাংলাদেশের পক্ষে ব্যাডমিন্টনে প্রথম সোনা জয় করেন মুন্নী আক্তার।

এছাড়া রাবেয়া, মিজান, রইসও ব্যাডমিন্টনে সোনা জিতেছে। চৈতী এবং হুমায়ূন লংজাম্পে এবং পারুল ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে সোনা জিতেছে। মিষ্টি লংজাম্পে রুপা এবং রতন একই খেলায় ব্রোঞ্জ পদক পেয়েছে। গেমসের প্রথম দিনে ২ ডিসেম্বর ২০১৩ ক্রিকেটের বাছাই পর্বে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতকে দাঁড়াতেই দেয়নি। তাদেরকে ১০ উইকেটে পরাজিত করেছে।

ফুটবলের বাছাই পর্বে মালয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৯টি দেশের প্রায় ২ হাজার ৫০০ খেলোয়াড়, প্রশিক্ষক এবং অফিসিয়ালদের অংশগ্রহণে 'স্পেশাল অলিম্পিক ঃ এশিয়া প্যাসিফিক গেমস ২০১৩' অস্ট্রেলিয়ার নিউক্যাসলে শুরু হয়েছে। ১ ডিসেম্বর রবিবার নিউক্যাসলের হান্টার স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭ দিনব্যাপী (১-৭ ডিসেম্বর) গেমসের উদ্বোধন করা হয়। অ্যাথলেটিঙ্, বাস্কেটবল, বচো, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, তেনপিনবোউলিং এবং সাঁতার এই ৯টি খেলায় প্রতিযোগীরা প্রতিযোগিতা করছে। নিউক্যাসলের সাতটি ভেন্যুতে খেলাগুলো সম্পন্ন হচ্ছে।

ইউনিভার্সিটি অফ নিউক্যাসল, অস্ট্রেলিয়া উক্ত গেমসের কো-স্পন্সর হওয়াতে অধিকাংশ খেলা ইউনিভার্সিটির বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এবং ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিদেশি ছাত্রদেরকে নিজ দেশের খেলোয়াড়দের সাহায্য-সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে। অনেক বাংলাদেশি ছাত্র সেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত আছে। বাংলাদেশের পক্ষে ১১৭ সদস্যের একটি টিম এই গেমসে অংশগ্রহণ করেছে। বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে নিউক্যাসলবাসী প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.