আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় নাশকতায় ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত

খুলনায় রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলায় গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে আন্তনগর নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গার কাছে এ ঘটনা ঘটে। এরপর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

খুলনা রেলস্টেশনের মাস্টার আমিনুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা ট্রেনটি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকা পার হওয়ার সময় এর ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আমিনুর রহমান বলেন, ‘এই ট্রেনে যাত্রীবাহী বগির সংখ্যা পাঁচটি আর একটি মালবাহী বগি রয়েছে। শুধু মালবাহী বগিটি লাইনচ্যুত হয়নি। আমাদের উদ্ধারকাজ চলছে। আশা করছি, বিকেলের মধ্যে কাজ শেষ হবে।’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।