আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়ঃ এরশাদ কাক্কু

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

আমরা বলি তুই একটা মীরজাফর । ২০০ বছর পরও লোকটা আমাদের মাঝে ফেমাস । এবার চোখ বন্ধ করুন ভাবুন আপনি বসে আছেন আপনার নাতি নাতনীরা ঝগড়া করছে আর বলছে "তুই একটা এরশাদ" । শুনেই আপনার চক্ষু চড়কগাছ এবার আপনি বুড়ো বয়সে গোয়েন্দা হয়ে গেলেন । খতিয়ে দেখলেন সকালে আপনার নাতনী বলছিল সে শপিং এ যাবে না বিকালে তাকে নিয়ে শপিং এ যেতে হবে ।

সারাংশ এরশাদ কাক্কু ফিমাস । আমরা এরশাদ কাক্কুরে গালাগালি করি কিন্তু একটুও হিসেব করি না বাংলা সাহিত্যে তাঁর অবদান কত? এই যেমন যে কথা সকালে বলে বিকালে বদলায় এটার এক কোথায় প্রকাশ কি? সহজ উত্তর =এরশাদ যার কথার ঠিক নাই = এরশাদ যাকে বোঝা অসম্ভব=এরশাদ যে পলটি দিতে পারদর্শী= এরশাদ যে জানে না সে কি বলে = এরশাদ যাকে সহজে নাচান যায় =এরশাদ যার আত্ম সম্মান নেই= এরশাদ কিংবা যদি প্রবাদ হয় এমন তাহলেও আমরা কি বলব বলেন? - মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে এরশাদ হয়ে যায় -মানুষ পরিবর্তনশীল; ম্যান ইজ এরশাদ -দুইটি প্রাণী ইচ্ছামত রঙ বদলাতে পারে। ১.গিরগিটি ২.এরশাদ। - সাপ কে বিশ্বাস করো কিন্তু এরশাদ কে বিশ্বাস করো না - মানুষের বৈজ্ঞানিক নাম (homo sapiens) ; এরশাদের বৈজ্ঞানিক নাম (Homo Ershad) - এরশাদ মানেই সেইরাম বিনুদুন -এরশাদ মানেই আসল পুরুষ - আকাশের রঙ আর এরশাদের মন ক্ষণে ক্ষণে বদলায়। - একজন এরশাদ; সাঁরা জীবনের কান্না - এরশাদ বারবার বেলতলায় যায় - অসম্ভবকে সম্ভব করায় এরশাদের কাজ - এরশাদ মানেই সেইরাম বিনুদুন - এরশাদকে অর্জনের চেয়ে এরশাদকে রক্ষা করা কঠিন।

so ভাই এরশাদকে দোষ দেবার আগে তাঁর অবদানের কথা চিন্তা করেন কৃতজ্ঞ থাকেন !! আর লোকটা চায় ,মানুষ যুগে যুগে মানুষ তাকে মনে রাখুক আপনারা তাঁর বাবস্থা করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।