আমাদের কথা খুঁজে নিন

   

পরিস্থিতি বিবেচনা করে পর্যবেক্ষক পাঠাবে õ

পরিস্থিতি বিবেচনা করে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগকে চলমান রাজনৈতিক সংকট দ্রুত নিরসনের তাগিদ দিয়েছে বাংলাদেশে সফররত কমনওয়েলথের প্রতিনিধি দল। গতকাল দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে এ তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত কমনওয়েলথের গণতন্ত্র ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা মার্টিন ক্যাস্ত্রি। আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছে কমনওয়েলথের গণতন্ত্র ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা মার্টিন ক্যাস্ত্রির নেতৃত্বাধীন কমনওয়েলথের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সফরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে দুপুরে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তারা। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন তারা। প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গেও বৈঠক করার কথা জানান প্রতিনিধি দলের প্রধান মার্টিন ক্যাস্ত্রি। মার্টিন ক্যাস্ত্রি সাংবাদিকদের বলেন, আমরা মাঠ পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি ঢাকায়। ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করব। তিনি বলেন, বাংলাদেশের চলমান সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। আজ আমাদের দ্বিতীয় বৈঠক। আমরা চাই চলমান সমস্যার দ্রুত সমাধান হোক। আওয়ামী লীগ চলমান সমস্যা সমাধানের ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাঠে থেকে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করব। সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে মহাসচিবের কাছে রিপোর্ট পাঠাব। এর পর নির্বাচনে পর্যবেক্ষক প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। বিএনপির সঙ্গে বৈঠক করবেন কি-না এমন প্রশ্নের জবাবে ক্যাস্ত্রি বলেন, আমরা খুব তাড়াতাড়ি বিরোধী দলের সঙ্গে বৈঠক করব। আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা কমনওয়েলথের মহাসচিবের কাছে রিপোর্ট দেব। পরিস্থিতি বিবেচনা করে মহাসচিব সিদ্ধান্ত নেবেন।

আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছি বিরোধী দল নির্বাচনে আসছে না কেন? চলমান সংকট সমাধান করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার তাগিদ দিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছে।

বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তারা আমাদের কাছে নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছেন। বিরোধী দল নির্বাচনে কেন আসছে না? এ বিষয়ে আমরা আমাদের তৎপরতা তাদের অবগত করেছি। তারা এতে সন্তোষ প্রকাশ করেছে।

হানিফ বলেন, কমনওয়েলথের তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল নির্বাচনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে। বিরোধী দলকে নির্বাচনে আনার ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রচেষ্টারও প্রশংসা করেছে। তারা আশা প্রকাশ করেছেন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এরশাদ নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন এবং মনোনয়ন প্রত্যাহারের আদেশ দিয়েছেন, তাহলে আগামী নির্বাচন কী একপেশে হয়ে যাচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, তারা এখনো নির্বাচনে আসার ব্যাপারে আমরা আশাবাদী। সবার অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.