আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ৮

২৬ ডিসেম্বর, ২০১২: # জেনেভা ডিক্লেরেশন অফ মেডিকেল ইথিকস এর সাত নাম্বার কোডে লেখা আছে, "My colleagues will be my brothers & sisters". কিন্তু বেশিরভাগ ডাক্তারই জীবনে মেডিকেল ইথিকসের এই ধারাটা স্বেছায় এবং সানন্দে ভাঙে। # খালেদা জিয়ার গুলশানস্থ বাড়িতে একজন বীণবাদক সাপুড়ে রাখার সুপারিশ করছি। তাতে উনার সাপের ভয়টাও যায়, সাথে বীণের তালে তালে একটু নাচা-গানাও হয়! ২৮ ডিসেম্বর, ২০১২: # একটা ছোট্ট ভাই আছে। কাজিন। পিএসসি পরীক্ষা দিলো।

১০ বছরও হয়নি বয়েস। গ্রামের বাড়িতে গেলে সারাদিন পিছে পিছে ঘোরে। বছর খানেক আগে একবার বীরশ্রেষ্টদের নাম, জাতীয় দিবস গুলো জিজ্ঞাসা করেছিলাম। সব পারেনি। বলেছিলাম, 'এর পর আর একবারও যদি না পারিস তো আমার সাথে কথা বলবি না'।

এরপর থেকে এগুলো সব জেনে রেখেছে। গেলেই বলে আমার পড়া ধরো। বলেই টপাটপ মুখস্ত বলে যায়। গতকাল ওর পিএসসি রেজাল্ট দিয়েছে। মা গতকাল দুপুরে ফোন দিয়ে বললো, 'রণি, রূপমের রেজাল্ট খারাপ হইছে।

ওদের বাসার সবার মন খারাপ। ফোন দিস'। ফোন রূপমকে দিতেই জিজ্ঞাসা করলাম, 'কি-রে? কত পাইছিস?'। ওপাশ চুপ। কোনো কথা নেই।

আবার জিজ্ঞাসাইলাম, 'কিরে? এই? কী হইছে?' আমার সারাদিন মুখ হাসিহাসি করে রাখা ভাইটা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললো, 'আমার রেজাল্ট খারাপ হইছে'। ওর বাবাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, 'কিসে ফেল করছে রূপম?' খুব মন খারাপ করে আমাকে বললো, 'ফেল করবে ক্যান? 'এ প্লাস' পায় নাই। বাংলা আর বিজ্ঞানে 'এ' পাইছে। পয়েন্ট ৪.৬৬'। আমার আর কিছু বলার ইচ্ছে হয়নি।

আজ সকালে ঘুম থেকে উঠেই পড়লাম ১৩/১৪ বছরের দুটো বাচ্চা ছেলে জেএসসিতে 'এ প্লাস' পায়নি বলে আত্মহত্যা করেছে। কথাটা যত সহজ শোনাচ্ছে তত সহজ না। পূর্ণ বয়স্কদের আত্মহত্যার কথা শুনেছি। পোষ্টমর্টেম করতে গিয়ে যত লাশ দেখেছি তার সবই পূর্ণ বয়স্ক। হয়তো জীবন যুদ্ধে হারতে হারতে আত্মহত্যার পথ বেঁছে নেওয়া।

কিন্তু দু'টো ১৩/১৪ বছরের শিশু? কিভাবে সম্ভব? কতটা চাপ প্রয়োগ করলে এরা এটা চিন্তা করতে পারে তাই ভাবতেই মাথাটা ধরে যাচ্ছে! সিস্টেমটাই এমন হয়ে গেছে যে 'এ প্লাস' না পাওয়াটাই ফেল এর কাতারে ধরা হচ্ছে। 'এ প্লাস' না পেলেই প্রতিযোগীতার বাজার থেকে ছুটে যাচ্ছে ভাবা হচ্ছে। ফলে জীবনের শুরুতেই জড় করে দেওয়া হচ্ছে পাহাড় সমান প্রত্যাশা। আর এই পাহাড়ে পিষ্ঠ হয়েই আত্মহত্যাকে বেঁচে নিতে হলো এ দু'টো শিশুর। রাষ্ট্রযন্ত্র একদিক দিয়ে সফল।

এখন জিপিএ এর ভিত্তিতে মানুষ মরতেছে। ২৯ ডিসেম্বর, ২০১২: # এতদিন জানতাম রাজাকার গুলোর বাপ সৌদি বাদশা। কিন্তু এক বাপ থাকলে কী আর তাদেরকে 'জারজ' বলা যায়? তাই জারজ নামের সার্থকতা পুরণে আরেক বাপের উদ্ভব হলো। এই নয়া বাপ তুরস্কের প্রেসিডেন্ট। তার নাম আবদুল্লাহ গুল।

# রাস্তার ভীড়ের মধ্যে পিছন থেকে পশ্চাতদেশ টিপে দেওয়া বা সামনে দিয়ে যাওয়ার সময় ঝুকে পড়ে এক স্তনে ছোঁয়া লাগিয়ে দেওয়া অথবা ওড়না ধরে টান; মাত্র মাস তিনেক ঢাকায় ছিলাম আর তাতেই ফার্মগেটের রাস্তায় বেশ কয়েকবার দেখেছি এ ঘটনা। ডা: সাজিয়া আফরিন আর দামিনী দু'জন সদ্য চরম নৃশসতার শিকার একইসাথে হাজার হাজার মেয়ে হররোজ প্রত্যক্ষ-পরোক্ষে এসব নির্যাতনের শিকার। শুধু চোখ দিয়েই প্রতিদিন কত শত ধর্ষণ হয়। প্রাচীন রোমে ধর্ষকের শাস্তি ছিলো সকলের সামনে পাথর দিয়ে অন্ডকোষ পিষে দেওয়া। মাঝে মাঝে কিছু পরিপ্রেক্ষিতে এসব বিভৎস আইনও খুব যৌক্তিক মনে হতে থাকে।

৩০ ডিসেম্বর, ২০১২: # যে কন্ঠ দিয়ে আল্লাহু-আল্লাহু ওয়াজ আর বয়ান দিয়ে বেড়াতো, যে মুখ দিয়ে নারী বিষয়ে একটার পর একটা ফতোয়া জারি করে গেছে; সেই কন্ঠে একটু আগে নাতনী বয়সী একটা মেয়ের সাথে তার সুমধুর ফোনসেক্স শুনলাম। মাশাল্লাহ! সুবহানাল্লাহ! জয়তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সাব্বাস! ব্রাভো! 'তুসি গ্রেট হু'! # আমি মোটেই হিংসুটে না কিন্তু এবারের শীতটা এমনই মায়াবী যে আমার বিবাহিত বন্ধুদেরকে আসলেই হিংসা হচ্ছে। এই শীতকালটা না হয় সাঈদী ওরফে দেল্যু রাজাকারের ভয়েস ক্লিপটা দিয়ে চালিয়ে দিলাম কিন্তু এর পরের শীত-বসন্ত গুলোতে আমার কী 'হপে'? ৩১ ডিসেম্বর, ২০১২: # শেষ ভালো যার, সব ভালো তার। শেষের দিনটা এই একটা কারণে হলেও ভালো, তাই পুরো বছরটাও ভালো।

Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.