আমাদের কথা খুঁজে নিন

   

আন্দলোনের মৌসুমে পুলিশের গ্রেফতার বানিজ্য - পুলিশের পৌষ মাস, জাতির সর্বনাশ

খাচার ভেতর অচীন পাখি

কল্যাণপুরে বাস পুড়িয়েছে আন্দোলনকারীরা গতকাল দুপুরে এবং যথারিতী পুলিশের লোক দেখান অভিজান এবং ধরপাকড়। ধরে নিয়ে গেল আমার ছোট ভাই এর ক্লাস এইটে পড়া শ্যালক যে কল্যাণপুর মুসলিম সুইটস থেকে বেরিয়ে মাত্র বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হতে যাচ্ছিল। পুলিশ এবং লোকজনের দৌড়াদৌড়ি দেখে ভড়কে গিয়ে দৌড়াতে ভুলে গিয়েছিল। জীবনের প্রথম এই রকম পরিস্থিতীতে পড়ে হতবিহ্বল হয়ে পড়েছিল। এবং যথারিতী যা হওয়ার তাই হল, মদন পেয়ে বিনা কষ্টে পুলিশ বীরবলে একজনকে আটক করল।

তবে খবর পেয়ে মিরপুর থানায় তাকে ছাড়াতে যেয়ে দেখলাম মদন ও একা না আরও ওনেকে আছে, বিশেষ সুবিধার কারণে হাযতে ওকে দেখতে যেয়ে আমাকে দেখে সবাই তাদের স্বজনদের নম্বর দিয়ে জাস্ট একটা কল করে শুধু একটা খবর দেওয়ার জন্য কাকুতি মিনতি করে অনুরোধ করছিল। বেশি সময় না পাওয়ার কারণে নম্বর মনে রাখতে না পারায় তিন জনের নম্বরে কল করতে পেরেছিলাম। জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে। আইন অনুযায়ী কাউকে থানায় আনলে তাদের স্বগনদেরকে জানান বা জানানর সুযোগ দিতে বাধ্য পুলিশ, না দেওয়াটা দন্ডনীয় অপরাধ। এটা মানা হয় না কোনকালেই বড়ংচ একদিন দুদিন হন্যে হয়ে খুজে যখন থানায় তাদের স্বজনরা খুজে পাবে তখন তারা যেকোন অংকের টাকার বিনিময়ে তাদের ছাড়ানর জন্য ব্যাস্ত হয়ে যাবে।

এখানেই পুলিশের বিরাট বানিজ্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।