আমাদের কথা খুঁজে নিন

   

সেতুর কাছে রেললাইন উপড়ে বড় নাশকতার চেষ্টা

তবে রেল কর্তৃপক্ষ লাইন বন্ধ রেখে লাইন মেরামত করায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।    
নাশকতায় গাইবান্ধায় ট্রেন লাইনচ্যুত হয়ে চার জন নিহত হওয়ার এক দিনের মাথায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জয়পুরহাট সদরের উরি-মাধবপাড়া এলাকায় সেতুর কাছে প্রায় ৩০ ফুট রেল লাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা।  
মেরামত শেষে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান।   
এর আগে অবরোধের দ্বিতীয় দিন রোববার একই জায়গায় রেল লাইন উপড়ে ফেলেছিল অবরোধকারীরা। এছাড়া বুধবার জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় প্রায় এক কিলোমিটার রেল লাইনের প্যান্ডেল ক্লিপ ও ফিসপ্লেট খুলে ফেলা হয়েছিল।


জয়পুরহাটের স্টেশন মাস্টার নূরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মেরামতের জন্য লাইন বন্ধ রাখায় ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ জয়পুরহাট স্টেশনে, ‘উত্তরা মেইল’  আক্কেলপুরে এবং দিনাজপুরগামী ‘একতা’ ও ‘দ্রতযান’ সান্তাহার স্টেশনে আটকা পড়ে।
লাইন চালু হলে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের দুই দফা অবারোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে রেলপথজুড়ে নাশকতা চালানো হচ্ছে। লাইন উপড়ে ফিসপ্লেট খুলে ফেলার পাশাপাশি বিভিন্ন স্থানে ট্রেন আগুনও দেয়া হয়েছে।     
মঙ্গলবার গভীর রাতে গাইবান্ধার বোনারপাড়া ও মহিমাগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি ভুরঙ্গী এলাকায় রেল লাইনের ফিসপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় পদ্মরাগ এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়।

এতে চারজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন।   
এ নাশকতাও ঘটানো হয় ছোট একটি রেলসেতুর ঠিক আগে। সেতুর একেবারে কাছাকাছি এসে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের গতি আরো বেশি থাকলে হতাহতের সংখ্যা আরো অনেক বাড়ত বলে রেল কর্মকতাদের ধারণা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.