আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিকে অনাগ্রহী ফারিয়া

ফারিয়া গ্লিটজকে বলেন, “ধারাবাহিকে একই ধাঁচের চরিত্রে অভিনয় করতে চাই না। চ্যানেলগুলোতে অনেক ধারাবাহিক প্রচারিত হচ্ছে। দর্শক সব ধারাবাহিক দেখেও না। দর্শক যদি নাই দেখে তবে ভালো চরিত্রেও অভিনয় করে কোনো লাভ নেই।
ধারাবাহিকে অনীহা থাকলেও একঘণ্টার নাটকে নিয়মিত অভিনয় করবেন ফারিয়া।


তিনি বলেন, “রোমান্টিক গল্পের চেয়ে আমি জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয় করতে চাই। সাধারণ মানুষের জীবনযাত্রাকে পর্দায় ফুটিয়ে তুলতে চাই। এ ধরনের চরিত্রে পরীক্ষা-নিরীক্ষার সুযোগও থাকে। ”
সম্প্রতি সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কত দূরে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে ফারিয়ার। এই সিনেমার তিনি ‘পরী’ চরিত্রে রূপদান করেছেন।




সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, “সিনেমায় অভিনয়ের কোনো পরিকল্পনা ছিল না। তবে সামিয়া জামানের মতো পরিচালক যখন অফার করলেন, তখন তাকে না বলতে পারিনি। তার সিনেমাতে জীবনঘনিষ্ঠ এক চরিত্রে অভিনয় করে আমার ভীষণ ভালো লেগেছে। ”
ফারিয়া এখন এ মুক্তির দিন গুনছেন। প্রথম সিনেমায় সফল হলে তিনি সিনেমাতে নিয়মিত হবেন বলে আশা প্রকাশ করেন।


বিজ্ঞাপনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ফারিয়া নাটক ও সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করবেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “নাটক,সিনেমার তুলনায় বিজ্ঞাপনে কাজ করতে আমার বেশি ভালো লাগে। বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকের কাছে সহজে পৌঁছানো যায়। ”
সম্প্রতি তিনটি বিজ্ঞাপনে কাজ করেছেন ফারিয়া। এগুলো খুব শীঘ্রই প্রচারিত হবে বলে জানিয়েছেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।