আমাদের কথা খুঁজে নিন

   

বেলকুচিতে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িবহরে কর্মীদের জুতা নিক্ষেপ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ মন্ডলের গাড়িবহরে নিজ দলের বিদ্রোহী নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এ সময় তাকে লক্ষ্য করে জুতা, ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুর করে বিদ্রোহীরা। এ ঘটণায় অন্তত ১০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ-বেলকুচি সড়কের চালা এলাকায় এ ঘটণা ঘটে।

জানা যায়, আব্দুল মজিদ মন্ডল পুলিশ পাহারায় গাড়ীবহর নিয়ে সিরাজগঞ্জ থেকে বেলকুচিতে নির্বাচনী প্রচারনা ও এনায়েতপুর মাজার শরীফ জিয়ারতের জন্য যাচ্ছিলেন।

দুপুর ১২টার দিকে তার গাড়ীবহর বেলকুচির চালা এলাকায় পৌছলে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ছেলে টুকু বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল হক রেজা, আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল নেতা-কর্মী মজিদ মন্ডলের গাড়ীবহরে হামলা চালায়। তারা ৪টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ভাংচুর করে।

এ সময় মজিদ মন্ডলের সাথে থাকা আলী'গ নেতা জুপিটার ও অ্যাডভোকেট হানিফসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার পর সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের সহধর্মিনী আশানুর বিশ্বাস ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করলে পুনরায় পুলিশ পাহারায় আব্দুল মজিদ মন্ডল ঘটনাস্থল ত্যাগ করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গোপন সংবাদ পেয়ে আমরা আগে থেকেই  সিরাজগঞ্জ-বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের চারটি পয়েন্ট পুলিশ পাহারায় রেখেছিলাম।

কিন্তু চালা এলাকায় আকস্মিকভাবে সাবেক মৎস্য মন্ত্রীর আত্মীয় রেজা অপ্রীতিকর এ ঘটনাটি ঘটায়। পরে মন্ত্রীর সহধর্মিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।

ছাত্রলীগ নেতা রেজা ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে বলেন, মজিদ মন্ডল স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে যোগাযোগ না করেই নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে পুলিশ পাহারায় হাত নেড়ে নেড়ে চলে যাবার সময় লতিফ বিশ্বাসের ভক্তরা তাকে লক্ষ্য করে জুতা ছোঁড়ে।

এ বিষয়ে আব্দুল মজিদ মন্ডল জানান, লতিফ বিশ্বাসের ছেলে ও তার আত্মীয় রেজা মিলে আমাকে নাজেহাল করেছে।

এ বিষয়ে সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস জানান, জনবিচ্ছিন্ন একজনকে মনোনায়ন দেওয়া হলেও দলীয় সিদ্ধান্তের কারণে আমরা তা মেনে নিয়েছি।

দলের নেতা-কর্মীদের ক্ষোভ না মিটিয়ে মজিদ মন্ডলের সরাসরি নির্বাচনী এলাকায় যাওয়া উচিত হয়নি।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.