আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সর্ববৃহৎ নৌযান নামাল স্যামসাং

দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ একটি ট্যাংকার আকৃতির বিশ্বের বৃহত্তম নৌযান চালু করেছে। প্রিলুড নামের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার সমান দীর্ঘ এ জাহাজটি গত ৩০ নভেম্বর সাগরে নামানো হয়। স্যামসাংয়ের একজন মুখপাত্র গতকাল জানান, তরলীকৃত প্রাকৃতিক প্লাটফর্ম এ নৌযানটি গিওজে'তে কোম্পানির দক্ষিণাঞ্চলীয় শিপইয়ার্ডে নামানো হয়েছে। ৪৮৮ মিটার বা ১ হাজার ৬০১ ফুট দীর্ঘ এই জলযানটিকে 'জাহাজ' বলা যাবে না। কেননা এটি এর নিজস্ব বাষ্পে চলতে পারবে না।

এটিকে টেনে নিয়ে চালাতে হবে। এটির দৈর্ঘ্য নিউইয়র্কের ৪৪৩ মিটার উচ্চতার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়ে বেশি। সম্পূর্ণ বোঝাই অবস্থায় এর ওজন হবে ৬ লাখ মেট্রিক টন। নৌযানটি ৭৪ মিটার প্রশস্ত ও ১১০ মিটার উঁচু। এটি বছরে ৩৬ লাখ মেট্রিক টন এলএমজি উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে।

এর স্টোরেজ ক্ষমতা ১৭৫টি অলিম্পিক সুইমিং পুলের সমান। ডাচ জ্বালানি প্রতিষ্ঠান শেলের অনুমোদন পেলে ২০১৬ নাগাদ এটি হস্তান্তর করা হবে। নৌযানটি সবচেয়ে শক্তিশালী সাইক্লোন সহনীয় এবং এটি সব ধরনের আবহাওয়ায় চলতে সক্ষম। এএফপি।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.