আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক সিকিউরিটি

আমি খুব সাধারন এক ছেলে । এই ব্লগে এইটা আমার ১ম পোস্ট । কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হব । আপনার ফেসবুক অ্যাকাউন্ট টা কি সুরক্ষিত ? কি মনে হয় ? আজকাল যে হারে মানুষ ফিশিং , হ্যাকিং শিখছে টাতে একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা খুবয়ই সোজা । এই সোজা টা হচ্ছে কিন্তু আপনাদের ভুলের কারনে ।

আপনারা ভুল করছেন বলেই ওরা হ্যাক করতে পারছে , নয়ত এত সোজা নাহ একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা । আপনিও পারেন সামান্য বেসিক ধারনা দিয়ে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে । এই ট্রপিক নিয়ে অনেক পপুলার ব্লগ-এ অনেক পপুলার ব্লগার অনেক কিছু লেখেছেন , জানি নাহ তারা কত টুকু সফল । তারপর ও আমি এইটা নিয়ে একটা লেখা লিখলাম । আজকাল ফেসবুকে অনেক রকম স্প্যাম বেরিয়েছে , "timeline remover", "dislike button" , "who view your profile" etc etc . এদের কাজ হল , আপনি উনার ওয়েবসাইট ওপেন করবেন , ওইখানে সেম ফেসবুকের মত আরেকটা পেজ , ওইখানে আপনাকে ইমেইল এড্রেস + পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ।

অনেকে ফেসবুক মনে করে ওইখানে ভুলে [ ভুল না বলে বোকামি বলা ভাল ] ইমেইল + পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে । তাঁতে আপনার ইমেইল + পাসওয়ার্ডটি য়ই হ্যাকারের কাছে চলে যায় , এইভাবে হ্যাক করাকে ফিশিং বলে । তো অনেক লেকচার দিলাম এখন মুল কথা আসি , কিভাবে হ্যাক হওয়া থেকে বাঁচাবেন আপনার প্রিয় আইডি টাকে ? প্রথমে ছবির মত প্রাইভেসি সেটিং এ যান । ওইখান থেকে সিকিউরিটি । তারপর login approvals "edit" click করুন ।

তারপর টিকমার্ক ক্লিক করুন । ছবিতে দেয়া ওইটা এসেছে ? ওইখানে "set up now" ক্লিক করুন । এইবার ফোননাম্বার এর জায়গাই নিজের অ্যাক্টিভ মোবাইল নাম্বার টি দিন । continue করুন । আপনার নাম্বারে একটা মেসেজ এসেছে ? ওইখানে একটা কোড থাকবে ওইটা এইখানে লিখুন ।

confirm দিন । এরপর "name of computer" নামে একটা বক্স আসবে । ওইখানে ডিভাইস নেম এর জায়গাই আপনি কিছু একটা দিতে পারেন তবে হ্যাঁ যদি আপনি নিজের পিসি তে ব্রাউস করেন । অন্য কারো পিসি হলে ক্যানসেল দিন । এরপর নেক্সট নেক্সট দিয়ে ফিনিস করুন ।

কোন সমস্যা হলে কমেন্ট করে বলুন । ধন্যবাদ কষ্ট করে পরার জন্য । ভাল লাগলে আমার ব্লগটি থেকে একবার ঘুরে আসতে পারেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.