আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়া-হুয়াওয়েই চুক্তিতে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা

সংবাদসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পৃথিবীর বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক ইক্যুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি হুয়াওয়েই। সম্প্রতি হুয়াওয়েই দক্ষিণ কোরিয়ার ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্কে উন্নয়নে সাহায্য করবে - এমন খবর প্রকাশিত হয়।
দক্ষিণ কোরিয়ার ব্রডব্যান্ড ইন্টারনেট উন্নয়নের কাজে হুয়াওয়েই-এর সংশ্লিষ্টতা থাকলে দেশটির সাইবার নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এমনটাই আশংকা করছে যুক্তরাষ্ট্র।
চীন সরকার ও হুয়াওয়েই-এর মধ্যেকার সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ওয়াশিংটন। বিবিসির ওই প্রতিবেদন অনুযায়ী, হুয়াওয়েই নিয়ে পশ্চিমা শক্তির এই উদ্বেগের বড় কারণ এর প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। চীনের সামরিক বাহিনী ‘পিপলস লিবারেশন আর্মির’ সাবেক সদস্য তিনি।
২০১১ সালেই চীন সরকার এবং এর সামরিক বাহিনীর সঙ্গে হুয়াওয়েই-এর ঘনিষ্ঠতা নিয়ে নিজেদের সন্দেহের কথা জানিয়েছিল মার্কিন সরকার। সে সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তে নামলেও গুপ্তচরবৃত্তির কোনো প্রমাণ পায়নি তারা।
তারপরও যুক্তরাষ্ট্রে ব্যবহারের ক্ষেত্রে চীনা ওই টেলিকম পণ্য নির্মাতার যন্ত্রপাতি ব্যবহার বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছিল মার্কিন সরকারের এক প্রতিবেদনে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।