আমাদের কথা খুঁজে নিন

   

শাবনূরের বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি এবং কিছু কথা |

সব উল্টে পাল্টে যায় ইদুরের ভয়ে বিড়াল পালায় হরিণ আতংকে বাঘ ডরায় চুপিসারে আঁধারে জলের ঘরে কে ঘন্টা বাজায়....

কাউকে বেক্তিগত ভাবে ছোট করার জন্যে নয়, প্রথম আলোর অনলাইন সংস্করণে এই শিরোনামের খবরের মন্তব্য গুলু দেখে শেয়ার করতে ইচ্ছে হলো। খবর টা হচ্ছে এ রকম :শাবনূর বলছেন ৬ ডিসেম্বর; তাঁর বর বলছেন ২৮ ডিসেম্বর। শাবনূর বলছেন ২০১১; তাঁর বর বলছেন ২০১২! আসলেই শাবনূর বিয়ে করেছেন কবে? চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মন্তব্য গুলু এ রকম : ১. হুমম, রাজনীতিতে ভবিষ্যৎ উজ্জ্বল। ২. বিয়াই তো হয় নাই। তারিখ আসব কোথা থেইক্যা? যত্তসব! ৩. She is old her pass. Topic about her should not come @ Newspaper. ৪. বিয়া করলে তো তারিখ মনে থাকবেরে পাগলা ৫. তাহারা আবার প্রমাণ করিলেন , " তাগো আবার বিয়া !" ৬. খুবই মচমচে খবর। খেতে অনেক মজা লাগছে। ৭. Is it important to know the exact date of her marriage! Simply the act of Paparazzi. ৮. thanks a lot for discovering such an important information. Nation will delighted to be acknowledged. What a subject choice !!!!! ৯. শাবনুরের বিয়ে হয়েছে কি হয়নি বা কবে বিয়ে হয়েছে তা নিয়ে এত মাথা ঘামানো কেন? সে এক বছর আগের বা পরের তারিখ দিক তা দিয়ে আমাদের কি।অহেতুক একটি আনপ্রডাক্টিভ বিষয় নিয়ে আলোচনার দরকার আছে বলে মনে করিনা। ১০. এগুলো কি তাদের ব্যক্তিগত ব্যাপার নয়??!! ১১. 'Prothom Alo' please take an initiative to make a detective TV drama/Cinema on this topic. How interesting and newsworthy the subject is! How fool the readers you think and let us eat whatever you want!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।