আমাদের কথা খুঁজে নিন

   

এবার লঞ্চে আগুন

টানা ছয়দিনের অবরোধের পঞ্চম দিন বুধবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা ঘাটে বেঁধে রাখা এমভি নড়িয়া-১, এমভি সুরেশ্বর-১, সহ তিনটি লঞ্চে টায়ার জালিয়ে আগুন দেয় অবরোধকারীরা।
নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির জানান, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় আগুন নেভাতে গিয়ে এমভি নড়িয়া লঞ্চের কর্মী আনোয়ার হোসেন দগ্ধ হন।
পরে জাজিরা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দবির বেপারীকে আটক করে।
ওসি জানান, অবরোধকারীদের আগুনে লঞ্চের ডেকে থাকা রশি, কাপড় ও টায়ার পুড়ে যায়।
তবে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি।  

দুই সপ্তাহের মধ্যে বিরোধী দলের নয় দিন অবরোধে সারা দেশে বিপুল সংখ্যক যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগের পাশাপাশি রেলপথজুড়ে চালানো হয় ব্যাপক নাশকতা। যানবাহনে ছোড়া বোমায় দগ্ধ হয় বহু মানুষ। 
গত বুধবার গাজীপুরে নাশকতার আগুনে পোড়া স্ট্যান্ডার্ড গার্মেন্ট পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লঞ্চ ও ফেরি ডুবিয়ে দেয়ার ‘নির্দেশ দেয়া হচ্ছে’ এমন তথ্যও সরকারের কাছে রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.