আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সবুজের শুন্য লতা।

সময়ের সাথে সাথে জাতিকে কে জাগ্রত করব আমরা ক্ষিপ্ত তরুণরা।

এক প্রান্তিক আলোয় সবুজের সাথে দেখা তার পথে বাঁধা আর নির্বাক চোখে মুচকি হাসা, বাঁধা যেখানে একা সেখানে সবুজের একমুঠো ধাঁধা অহেতুক সবুজের প্রাণহানি অহেতুক বাঁধা তাহার নিষেধাজ্ঞা। পড়ছে তাহার পাতাবাহার হারিয়ে সে তার রঙ আরেক ফোটা চোখের জল অস্তিত্বর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, আলোয় আসে না আগের মত সেই পাতার রশ্মি ভেদ করে নিঃশব্দে সবুজের প্রাণহানি অহেতুক বাঁধা তাহার নিষেধাজ্ঞা। হারিয়ে যাচ্ছে বিষের কাছে স্বপ্ন আর ফুরিয়ে যাচ্ছে গল্প তাই বলে কি রঙিন দশকের আশায় ঝরবে নাকি প্রাণ, ভাব্য তাকে নিয়ে যেখানে সবুজের সমারোহ আর তাই বিষের কাছে সবুজের প্রাণহানি গল্প আজ বাঁধা তাহার নিষেধাজ্ঞায়। সেই প্রান্তিক আলোয় সবুজের সাথে আবার দেখা প্রাণী রাজ্যে প্রাণের দাহ তাহার খোঁজের নিমিত্ত্য, অকালে শেষ হয়ে গেল সব, বিকেলে আর উঠেনা সূর্য তাই তার পথে বাঁধা আর নির্বাক ফোটেনা চোখে মুচকি হাসিখানি। (মানবের প্রতি সুন্দরবন---) মুক্তি দাও আমায়, মুক্তি দাও স্বর্গ রাজ্যের দ্বারকে হবে কিছুই জানি পাবে না কিছুই তাতে, প্রাণের স্বর্গ রাজ্য আজ হুমকির মুখে তাই............ কর না অহেতুক সবুজের প্রাণহানি আর........... কর না অহেতুক বাঁধা তাহার নিষেধাজ্ঞা। (............সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে.........)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.