আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগ দিবসের প্রারম্ভে সবার জন্য শুভকামনা । এ বছরের সেরা দশ এবং কারণ বিশ্লেষণ

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি

এবার আশাকরছি বাংলা ব্লগ দিবস আগের সব দিবসের আয়োজনকে ছাড়িয়ে যাবে। কেননা, পুরো দেশব্যাপি শিক্ষিত পাঠকের কাছে ব্লগ এখন বেশ পরিচিত ,আলোচিত, নেতিবাচক এবং ইতিবাচক একটা শব্দ। আর সামহুয়ারইনব্লগ বাংলা ব্লগের সবচেয়ে বৃহত্তম প্লাটফর্ম এবং ব্লগের পুরোধা। আমি এই ব্লগের একজন অনেক পুরানো এবং নিয়মিত পাঠক হিসাবে এবছরের সেরা দশ বাছাই করলাম এবং কারণ বিশ্লেষণ করলামঃ ১)এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাঃ কারণঃ প্রচুর মন্তব্যকরে ব্লগের সবার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরী করেছেন। উনার একটি পোস্ট ব্লগের ইতিহাসে দীর্ঘসময় স্টিকি হয়েছিলো শাহবাগের ঘটনা নেই।

শাহবাগ, জনতার মন্চ। আলোচিত,সমালোচিত দুটোই। তবে উনার এতো দীর্ঘসময় স্টিকি পোস্টে নিয়মিত আপডেট জানিয়ে উনি নিজেই অনকে নতুন ব্লগারের দৃষ্টিগোচরে এসেছেন। ২) আরজুপনিঃ কারণঃ নিয়মিত সবার পোস্ট কমেন্ট করেছেন একেবারে ক্লান্তিহীনভাবে। নতুন ব্লগারদের দিক নির্দেশনা দিয়ে পোস্ট সহ বেশ কিছু ভালো পোস্ট দিয়েছেন।

ব্লগে বেশ সুপরিচিত এবং সবার সাথেই বেশ সুসম্পর্ক। ৩)মামুন রশীদঃ কারণঃ প্রতিমাসের শুরুতেই গল্প সংকলন করে একটা দূরহ কাজ নিয়মিতভাবে করে যাচ্ছেন। পাশাপাশি নিজেও গল্প লিখেন। অনকে নতুন ব্লগারদের গল্প নিয়মিত পড়ে, সংযোজন করে এই কাজটি নিয়মিতভাবে করে যাওয়া ব্লগের জন্য বিশাল একটা ঘটনা। এতে ব্লগাররা তাদের লিখা নিয়ে অনুপ্রেরণা পায়, উৎসাহ পায়।

৪) খেয়াঘাটঃ কারণঃ প্রতিভাবান গল্পকার। নিয়মিত একমিনিটের চমৎকার গল্প লিখেছেন। পাশাপাশি বেশকিছু চমৎকার প্রবন্ধ, ফিচার, কবিতা, রহস্যগল্প, রম্য, স্যাটায়ার নিয়মিত লিখছেন। গতবছর প্রথম আলো পত্রিকায় সেরা ভালোবাসার গল্প লিখে প্রথম হয়েছেন। উনার লিখা নাটক গত ঈদে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে ।

৫) হাসান মাহবুবঃ কারণঃ গল্প লেখক হিসাবে সবার কাছেই সুপরিচিত। নতুন, পুরাতন সব ব্লগেই বিরতিহীনভাবে মন্তব্য করে নিয়মিত ব্লগে পারস্পরিক মিথস্ক্রিয়া বজায় রেখে চলেছেন। অনেক ব্লগার এসেছেন, চলে গেছেন। কিন্তু হাসান মাহবুব পূর্ণআস্থায় এখনো সেই শুরু থেকেই মেতে আছেন। প্রতিমাসেই দু তিনটি চমৎকার গল্প ব্লগের পাঠকদের উপহার দিয়েই যাচ্ছেন।

৬)কাল্পনিক ভালোবাসাঃ কারণঃ একজন নিষ্ঠাবান ব্লগার। প্রতিটি নতুন পুরাতন ব্লগারদের পাতায় নিয়মিত আনাগোনা। চমৎকার সব লিখা লিখেছেন। সাংগঠনিক কাজেও বেশ দক্ষতা দেখিয়েছেন। ব্লগের সবার সাথে বেশ মাধুর্য্যপূর্ণ সুসম্পর্ক।

৭) শের শায়েরীঃ কারণঃ চমৎকার সব পোস্ট দিয়ে ব্লগ মাতিয়েরেখেছিলেন বেশ কিছু সময়। ইতিহাস, সাহিত্য, নানারকমের মজার ফিচার লিখে অনেকটা যেন ইমন জুবায়েরের শুণ্যস্থান পূরণের কাজটি করে যাচ্ছিলেন। তবে উনাকে ইদানীং আর তেমন চোখে পড়েনা। হয়তো অনেক মেধাবী ব্লগারদের চলে যাওয়ার মতো উনিও ক্লান্ত হয়ে ফিরে গেছেন। তবে যা লিখে গেছেন তা তুলনাহীন।

৮)মাহজাবিন জুনঃ কারণঃ ব্লগারদের মহিলা বতুতা বলা চলে। চমৎকার সব ভ্রমনবিষয়ক পোস্ট লিখে ব্লগে সবার প্রিয় হয়েছেন । পাশাপাশি অনেকগুলো চমৎকার ফিচার লিখে, ব্লগে নিয়মিত মন্তব্য আদান প্রদান করে সবার প্রিয়ভাজন হয়েছেন। ৯)স্বপ্নবাজ অভিঃ কারণঃ কবিতা সংকলন করেছিলেন । বেশ ভালোই ছিলো।

কিন্তু মামুন রশীদের মতো নিয়মিত করেন নি। তবে "মা" নিয়ে উনার একটি চমৎকার উদ্যোগ বাংলা অনলাইনের জগতে বেশ একটা আলোচিত ব্যাপার। ১০) কান্ডারী অথর্বঃ কারণঃ নিয়মিত সবার ব্লগে ক্লান্তিহীন বিচরণ। দারনভাবে মন্তব্যের আদান প্রদান করে সবার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি বেশকিছু গল্প,কবিতা, ফিচার লিখেছেন। এরবাইরে, যারা নিয়মিত মডারেটরের দূরহ কাজটি দিনের পর দিন করে যাচ্ছেন ক্লান্তিহীনভাবে।

সমালোচিত হচ্ছেন, তোপের মুখে পড়ছেন, আক্রমণের স্বীকার হচ্ছেন কিন্তু তারপরও বটবৃক্ষের মতো অবিচল দাঁড়িয়ে থেকে ছায়া দিয়ে যাচ্ছেন সেই ব্লগ মডারেটর টিম। হরতাল, অবরোধ, জ্বালাও , পোড়াও, রাজনৈতিক অস্থিরতার এসবের মাঝেও বাংলা ব্লগ দিবস তার স্বমহিমায় শিক্ষিতপাঠক শ্রেণীর কাছে তার সত্য নিষ্ট, বাক স্বাধীনতায় ভাস্বর হয়ে ওঠুক , সমাজে চেতনার আলো ছড়িয়ে দিক, মানুষের সুস্থ, বস্তুনিষ্ঠ বিবেকবোধ জাগ্রত করুক এই শুভকামনায় "শুভহোক বাংলা ব্লগ দিবস ১৯শে ডিসেম্বর। একান্তই নিজস্ব বিশ্লেষণ। আপনার চিন্তার সাথে নাও মিলতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.