আমাদের কথা খুঁজে নিন

   

আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি..

আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে... মৌনতার আবরনে ঢেকে যায় শোরগোল কঠিন তাই বলে,আমিই অনেক আপন! খুব অপেক্ষায় আছি এক পশলা বৃষ্টির যেনো কঠিনেরে বলতে পারি, আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি... তোর ব্যাস্ততা বুঝা ভার! বৃষ্টি কখন আসে-যায়,কখন তোকে ডেকে যায় সে খবরও রাখা ভার! কি অদ্ভুদ সব কিছু...! তোকে ডাকে বৃষ্টি,ডাকে মেঘ,পাখী ছুটে তোর পিছু তবু সময় হয়না তোর, শুধু ছুটে চলিস বহুদূর! আমি শোরগোল শুনতে পাই,অভিযোগ-অপবাদ আর পরাজয়ের গান, আমি তীব্র আকুলতায় চোখ ভাসাই তবু পড়তে পারা দায় , আমি অনুরুদ্ধ হয়ে অশ্রু ভাসাই তবে তা বুঝার কি দায়? বৃষ্টি আসে খুব আবেগ নিয়ে সুখ-অনুরাগের আবেশ নিয়ে আমি চোখ বুজে থাকি, আমি বৃষ্টি ছুঁয়ে দেখি শুধু দেখা হয়না আবেগের কঠিন্যতা অনুভব কড়া নাড়ে না হয়ে ব্যাকুলতা! তবুও বৃষ্টিকেই ভালোবাসি যেনো কঠিনেরে বলতে পারি, আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি আমি বুঝাতে পাড়ি বৃষ্টিকে আমি ভালোবাসি কঠিনকে...!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.