আমাদের কথা খুঁজে নিন

   

'একতরফা নির্বাচনের রেলগাড়ি থামাতে বলেছি'

বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা নির্বাচনের যে রেলগাড়িটা চলছে, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফারনান্দেজ তারানকোকে সেটা থামানোর জন্য বলেছি।

রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্য নিয়ে তারানকো ঢাকা সফরের তৃতীয় দিনে গতকাল বেলা আড়াইটার দিকে নাগরিক সমাজের চার প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল ছাড়াও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার অংশ নেন। তারানকোর সঙ্গে বৈঠকে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন পেছানোর ওপর জোর দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, 'সংঘাত-সহিংসতা আমরা কেউই চাই না।

একতরফা নির্বাচনের রেলগাড়িটা থামা প্রয়োজন। এতদিন আমরা যা বলে আসছিলাম, আজও তা-ই বলছি। প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন, সমঝোতা হলে তফসিল পেছানো সম্ভব। এক্ষেত্রে আমাকে আর আইনের ব্যাখ্যা করতে হচ্ছে না। ' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জাতিসংঘের উদ্যোগের সফলতা-ব্যর্থতা সম্পর্কে মন্তব্য করার সময় এখনো আসেনি।

অপারেশন চলছে। এ অবস্থায় কতদূর এগিয়েছে তা বলা সম্ভব নয়। ' কামাল হোসেন আরও বলেন, 'ফারনান্দেজ-তারানকো বাংলাদেশের পরিস্থিতি জানতে চেয়েছেন। আইনত এখনো নির্বাচন পেছানো সম্ভব বলেও আমরা জানিয়েছি। আমরা বলেছি, সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান দরকার।

' জাতিসংঘ দূতের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে শাহদীন মালিক বলেন, 'তিনি নিউইয়র্ক থেকে কোনো ফর্মুলা নিয়ে আসেননি। সবার সঙ্গে কথা বলবেন। সবাই যেটা চায়, তেমন একটি নির্বাচনই তারা চান। ২০০৮ সালের নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পড়েছিল। দেশের মানুষ চায় ওইরকম একটি নির্বাচন, যাতে সবার অংশগ্রহণ থাকবে।

একতরফা নির্বাচন আমরা কেউই চাই না। জাতিসংঘ সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চায়। সারা দুনিয়াও এটা চায়। '

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।