আমাদের কথা খুঁজে নিন

   

যে কারণে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাজনৈতিক সংকট উত্তরণে জাতিসংঘের সমঝোতা চেষ্টার মধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় বঙ্গভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও বঙ্গভবনে উপস্থিত ছিলেন। জাতিসংঘের দূতের সফর, জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ, রাষ্ট্রপতির দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যে অংশ নিতে আজ বিকালে জোহানেসবার্গ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফিরবেন আগামী বৃহস্পতিবার। তিনি তিন দিন দেশে থাকবেন না। তাই দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি একান্তে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে যান বঙ্গভবনে। দেশের সর্বশেষ রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে দশম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টিও ওঠে আসে। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে বিরোধী দল হরতাল অবরোধকে কেন্দ্র করে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের বলেন, আগামীকাল (আজ) প্রয়াত নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। আসবেন বৃহস্পতিবার। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। এ ছাড়া দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি সিঙ্গাপুর থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার পর তার সঙ্গে প্রধানমন্ত্রীর এটাই প্রথম সাক্ষাৎ। নির্বাচনের তফসিল নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.