আমাদের কথা খুঁজে নিন

   

সুব্রত রায়ের মুখে কালি, কারাগারে প্রেরণ

সাহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়ের মুখে কালি ছিটালেন এক ব্যক্তি। আমানতকারীদের রুপি আত্দসাৎ মামলায় গতকাল সুপ্রিমকোর্টে শুনানি হয় সুব্রত রায়ের। এ জন্য গতকাল দুপুরে তাকে জামনগরের গেস্টহাউস থেকে আদালতে নিয়ে আসা হয়। আদালতে ঢোকার মুখেই শুরু হয় তুলকালাম কাণ্ড। সুব্রত রায়কে লক্ষ্য করে আচমকাই কালি ছিটান এক মধ্য বয়স্ক ব্যক্তি। ঘটনায় হতচকিত হয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। সুব্রত রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে জামা খুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি 'ইয়ে গরিবোকা চোর হ্যায়' (ও গরিবদের চোর) বলে স্লোগানও দিতে থাকেন। এর পরই ওই ব্যক্তিকে আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় পুলিশ। ধৃত ব্যক্তি নিজেকে আইনজীবী বলে দাবি করেছেন। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম মনোজ শর্মা। তিনি উত্তরপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা। সাহারা রিয়েল এস্টেট ও সাহারা হাউজিং কোম্পানিতে অর্থলগি্নকারীদের ২০ হাজার কোটি রুপি মিটিয়ে দিতে ব্যর্থ হওয়ার পরই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন সুপ্রিমকোর্ট।

তিহার জেলে ঠাঁই হচ্ছে সাহারাপ্রধান সুব্রত রায়ের : তিহার জেলে যেতে হচ্ছে সাহারা কর্ণধার সুব্রত রায়কে। গতকাল সুপ্রিমকোর্টে সাহারা কর্তার কাছ থেকে আমানতকারীদের রুপি ফেরতের কোনো সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে দুপুর ২টা নাগাদ এজলাসে তোলা হয় সুব্রত রায়কে। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৬ ফেব্রুয়ারি আদালতে অনুপস্থিত থাকার কারণে এ দিন বিচারকের সামনে ক্ষমা চেয়ে নেন সাহারাশ্রী। আদালতের কাছে তার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের রুপি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন সুব্রত রায়, সেই কারণে আদালতের কাছে দুই মাস সময় চেয়ে নেন তিনি। বিচারককে তিনি বলেন 'আপনার রায়ের ওপর বিশ্বাস আছে, আপনার নির্দেশ অমান্য করলে আদালতের দেওয়া শাস্তি মাথা পেতে নেবেন বলেও এদিন জানান সুব্রত রায়। কিন্তু সাহারাশ্রীর সেই প্রস্তাব সন্তোষজনক না হওয়ায় বিচারপতি কে এস রাধাকৃষ্ণন-এর নেতৃত্বে এক ডিভিশন বেঞ্চ জানায় মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত সুব্রত রায়কে জেলেই থাকতে হবে। একই সঙ্গে আমানতকারীদের রুপি ফেরত দেওয়ার ব্যাপারে সাহারাশ্রীকে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসতে বললেন সুপ্রিমকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১১ মার্চ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.